ঘরে বসে আইটি ক্যারিয়ার শুরু করার সুবর্ণ সুযোগ, ছাত্রছাত্রী ও ফ্রেশারদের জন্য বড়ো খবর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : বর্তমান প্রতিযোগিতামূলক যুগে চাকরির বাজারে টিকে থাকতে হলে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়, দরকার বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা যদি আপনি ঘরে বসেই একটি আন্তর্জাতিক মানের কোম্পানির কাছ থেকে পান, তাহলে তো কথাই নেই! এমনই এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে TCS Virtual Internship 2025। এটি এমন এক ইন্টার্নশিপ প্রোগ্রাম যা ছাত্রছাত্রী এবং সদ্য পাস করা তরুণদের জন্য বিশেষভাবে তৈরি।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

TCS Virtual Internship 2025 কী?

TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস ভারতের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি, যারা এবার ভার্চুয়াল মোডে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের জন্য। এই ইন্টার্নশিপ একেবারে বিনামূল্যে করা যাবে এবং এটি সম্পূর্ণ অনলাইন-এ পরিচালিত হবে TCS iON প্ল্যাটফর্ম-এর মাধ্যমে।

ইন্টার্নরা কাজ করবেন রিয়েল টাইম প্রজেক্ট-এর উপর, পাবেন অভিজ্ঞ মেন্টরদের গাইডেন্স, আর শেখা যাবে আজকের প্রাসঙ্গিক স্কিল যেমন — ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস স্ট্র্যাটেজি ইত্যাদি।

TCS Virtual Internship 2025 – গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:

  • প্রতিষ্ঠান: Tata Consultancy Services (TCS)
  • কাজের ধরণ: সম্পূর্ণ ভার্চুয়াল (Remote)
  • স্টাইপেন্ড: জানানো হয়নি
  • যোগ্যতা: Undergraduate (UG) ও Postgraduate (PG)
  • অভিজ্ঞতা: ০ – ১ বছর (Freshers Apply করতে পারবেন)
  • ইন্টার্নশিপ ফি: সম্পূর্ণ ফ্রি
  • প্ল্যাটফর্ম: TCS iON
  • অ্যাপ্লিকেশন মোড: অনলাইন

কে কে আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন এমন সকল ছাত্রছাত্রী যারা বর্তমানে UG বা PG পড়ছেন। এছাড়াও যারা সদ্য কলেজ বা ইউনিভার্সিটি পাশ করেছেন, তারাও আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা নিচের বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন, তাঁদের জন্য এই ইন্টার্নশিপটি উপযোগী:

  • কম্পিউটার সায়েন্স
  • ইনফর্মেশন টেকনোলজি
  • ইলেকট্রনিকস
  • বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • ম্যাথেমেটিক্স
  • ডেটা সায়েন্স বা অন্যান্য ডিজিটাল ফিল্ড

কি কি কাজ করতে হবে ইন্টার্নশিপে?

  • TCS iON প্ল্যাটফর্মে দেওয়া লার্নিং মডিউল সম্পূর্ণ করা
  • বাস্তব সমস্যার উপর ভিত্তি করে হ্যান্ডস-অন অ্যাসাইনমেন্ট সম্পাদন
  • অনলাইন ওয়ার্কশপমেন্টরশিপ সেশন-এ অংশগ্রহণ
  • অন্যান্য ইন্টার্নদের সাথে টিম অ্যাক্টিভিটি ও ভার্চুয়াল প্রজেক্টে কাজ
  • ক্লাউড, AI, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি ব্যবহার করে প্রজেক্ট তৈরি
  • প্রজেক্টের ডকুমেন্টেশন ও রিপোর্ট জমা দেওয়া
  • দূরবর্তী কাজের জন্য সময় পরিচালনা ও যোগাযোগ দক্ষতা রপ্ত করা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন