Bangla News Dunia, Pallab : যোগ্য’ হয়েও নাম নেই যোগ্য শিক্ষকদের তালিকায়! এরই প্রতিবাদে সোমবার কালীঘাট অভিযানের (Kalighat Abhijaan) ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এদিন দুপুরে এসএসসি (SSC) দপ্তরের সামনে থেকে মিছিল করে তাঁরা পৌঁছন হাজরা মোড়ে। সেখানে থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল বিক্ষোভ।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
এদিন চাকরিহারাদের মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় হাজরা মোড়। ভিড় এড়াতে রীতিমতো ধরপাকড় শুরু করে পুলিশ (Police)। কয়েকজন চাকরিহারা ব্যরিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে ভ্যানে তোলেন। তবুও চাকরিহারারা কালীঘাটে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মহিলা শিক্ষকেরা কেউ কেউ পুলিশের গাড়ির সামনে বসে পড়েন। এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দু’জন। তুমুল বিক্ষোভের মধ্যে থেকে এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘যে কারণে দেখে আমাদের অযোগ্য বলা হচ্ছে, সেই ওএমআরে গলদের বিষয়টি এখনও প্রমাণিত হয়নি। সেই সংখ্যাটা ৫ হাজারেরও বেশি। তার আগেই আমাদের কীভাবে অযোগ্য বলে দাগিয়ে দিচ্ছে সরকার? ‘যোগ্য’ তালিকায় কেন আমাদের নাম নেই?’
প্রসঙ্গত, অযোগ্য হিসেবে ১৭, ২০৬ জন শিক্ষকের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল রাজ্য। তার মধ্যে থেকে ১৮০৩ জনের নাম বাদ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নাম বাতিলের পেছনে যুক্তি ছিল, এদের ওএমআর শিট সহ আরও অন্যান্য বিষয়ে বেশকিছু ত্রুটি রয়েছে। তাই তালিকা থেকে তাঁদের নাম দেওয়া হয়েছে। সুতরাং নতুন তালিকায় নাম রয়েছে ‘যোগ্য’ ১৫,৪০৩ জন শিক্ষক-শিক্ষিকার। একমাত্র তাঁরাই আগামী ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, এই তালিকা প্রকাশ পেতেই শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে জমায়েত করেছিলেন চাকরিহারারা। পরে অবশ্য সাক্ষাতের আশ্বাস পেলে তাঁরা অবস্থান তুলে নেয়। তখনই ঠিক হয় সোমবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁরা অবস্থান করবেন। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের কারণে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সেখানে রয়েছেন। তাই পুলিশের তরফে কোনওরকম মিছিল বা জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান