‘ছাবা’ দেখে গুপ্তধনের খোঁজ গ্রামবাসীর, খুঁড়লেন দুর্গের চারপাশ; তারপর ….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে ‘ছাবা’ সিনেমা। তা দেখার পর গুপ্তধনের খোঁজে আসিরগড় দুর্গের কাছে খোঁড়া শুরু করলেন  মধ্যপ্রদেশের বুরহানপুরে গ্রামের বাসিন্দারা। সেই ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই-এর তরফে এই ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা শাবল, গাঁইতি, কোদাল দিয়ে দুর্গের চারপাশ খোঁড়া হচ্ছে। আনা হয়েছে মেটাল ডিটেক্টর।

সূত্রের খবর, সম্প্রতি ওই গ্রামের বাসিন্দারা দুর্গের কাছে যান তারপর চারপাশ খুঁড়তে শুরু করেন। গ্রামবাসী নিজেরাই এই কাজে হাত লাগান। নানা এলাকা গর্ত করতে শুরু করেন তাঁরা। মেটাল ডিটেক্টর দিয়ে চারপাশ পরীক্ষা করা হয়। দেখা হয়, সোনাদানা কোথাও লুকিয়ে রাখা রয়েছে কি না। সূত্রের খবর, কেউ কেউ জানিয়েছেন, ওই এলাকায় সোনার কয়েন দেখা গিয়েছে। যদিও সরকারিভাবে এই খবরের কোনও সত্যতা রয়েছে কি না তা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? জেনে নিন

এদিকে অভিযোগ, গ্রামের বাসিন্দারা যেখানে সেখানে খনন করছেন। তার ফলে বিরক্ত ও হতাশ জমির মালিকরা। তাঁরা আপত্তি জানাচ্ছেন। তবে এতে কোনও কাজ হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ওয়াসিম খান জানান, তাঁর খেতের কাছে সোনা পাওয়া গিয়েছে। এমন গুজব ছড়িয়ে পড়েছে। তারপর থেকে স্থানীয় মানুষজন ভিড় করতে শুরু করেছেন। বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে খনন কার্য চলছে।

এদিকে এই খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ এলাকায় আসে। বুরহানপুরের এসপি দেবেন্দ্র পাতিদার জানান, তাঁরা খবর সম্পর্কে ওয়াকিবহাল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। কেউ যদি অবৈধভাবে খনন কার্য করে থাকে তাহলে তাঁকে গ্রেফতার করা হবে।

তবে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেখে এলাকা ফাঁকা। সেখানে কোনও খনন কার্য চলছে না। কোথাও কোনও গুপ্তধনের চিহ্ন নেই।

প্রসঙ্গত, ‘ছাবা’ সিনেমায় সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে।

আরও পড়ুন:- কিভাবে মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! এক ক্লিকে জেনে নিন

আরও পড়ুন:- ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন পলাতক ললিত মোদী, কোন সুবিধা পাওয়ার জন্য এই কাজ করলেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন