জলের দামে দুর্দান্ত 5G স্মার্টফোন লঞ্চ করলো Vivo. পাবেন 256GB‌ স্টোরেজ, 12GB Ram ও 100W সুপার ফাস্ট চার্জিং সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ  :- আপনি কি নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন? তাহলে ভিভো এর এই নতুন স্মার্টফোন Vivo V26 Pro 5G মডেলটি হতে পারে আপনার জন্য সেরা চয়েস। সাধারণত অপো, ভিভো গত কয়েক বছরে এই দেশের বাজার দখল করেছে ভালই। প্রায় অনেক ক্রেতাই এই স্মার্টফোনের ফ্যান হয়ে গিয়েছেন। আর সত্যি বলতে, সাধ্যের মধ্যে সেরা ফিচার কে না চায়? আর আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল একটি নতুন প্রিমিয়াম ফোনের কথা। তাহলে আর দেরি কেন? চটপট জেনে নেওয়া যাক।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

Vivo V26 Pro 5G Smartphone 

ভারতীয়দের স্বার্থে আর তাঁদের পকেটের কথা চিন্তা করে ভিভো বাজারে এনেছে নতুন একটি 5G স্মার্টফোন Vivo V26 Pro 5G. ঘোষণা হতে এই স্মার্টফোনের প্রতি চাহিদা বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, আপনার বাজেটের মধ্যে এই ফোন আপনাকে দিচ্ছে একগুচ্ছ ফিচার। যাতে একবার কিনলে সবদিক থেকে সুবিধা হবে। বেশ বোঝা যাচ্ছে আপনাদের মনে কোন কোন প্রশ্ন ঘোরাফেরা করছে। আসুন দেখে নেওয়া যাক এই‌ স্মার্টফোনে আপনি কি কি ফিচার পাবেন। 

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

Vivo V26 Pro 5G এর ক্যামেরা কোয়ালিটি

নতুন স্মার্টফোন কেনার মানে সকলে ক্যামেরার কোয়ালিটি নিয়ে ভাবনা চিন্তা করেন। তাই ভিভো তার গ্রাহকদের জন্য এই স্মার্টফোনে দুর্দান্ত এক ক্যামেরা ফিচার রেখেছে। Vivo এর এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এতে রয়েছে ক্রো ফটোগ্রাফি ফিচার। 

Vivo V26 Pro 5G এর স্টোরেজ ও নেটওয়ার্ক

নতুন ফোনের স্টোরেজ কত দেওয়া হচ্ছে সেটা অবশ্যই দেখে নিতে হয়। কিন্তু এখন আপনার আর চিন্তা নেই। কারণ, ভিভো তার নতুন ফোনে 8GB/12GB র‍্যাম আর সাথে 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ অপশন দিচ্ছে। এই ফোনটি গেমিং এর জন্য একটি পারফেক্ট ডিভাইস। আর নেটওয়ার্কে পাচ্ছেন MediaTek Dimensity 5G নেটওয়ার্ক সাপোর্ট। 

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Vivo V26 Pro 5G এর ব্যাটারি, চার্জিং ও ডিসপ্লে 

Vivo V26 Pro 5G রয়েছে 4800mAh ক্ষমতা। পাচ্ছেন 44W ফাস্ট চার্জিং সপোর্ট। এছাড়া এই ফোনটি 6.7 ইঞ্চি কা AMOLED কার্ভড ডিসপ্লে দিচ্ছে। যার রিফ্রেশ রেট হল 120Hz আছে। এই ফোনটার ডিজাইন প্রিমিয়াম ডিজাইন যুক্ত। যা ক্রেতাদের খুশি করবে। 

Vivo V26 Pro 5G ফোনের দাম কত

এবার আসা যাক আসল বিষয়ে। স্মার্টফোনটির দাম কত রাখা হয়েছে। Vivo V26 Pro 5G ফোনের দাম ভারতে প্রায় ₹25,000 থেকে শুরু হচ্ছে। যা মিড-রেঞ্জ ক্যাটেগরিতে সেরা চইস তৈরি করছে। এটি আপনি অফলাইন এবং অনলাইন উভয় প্লাটফর্মে পেয়ে যাচ্ছেন।

উপসংহার

তাই এখন যদি আপনার একটি নতুন স্মার্টফোন কেনার দরকার হয়, তাহলে আপনার জন্য ‌এটি একটি ভালো চয়েস হতে পারে।‌ এই বিষয়ে আরো ডিটেলস আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন