Bangla News Dunia, Pallab : সোমবার ৪ দিনের সফরে ব্রিটেন রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। ১৩ জুন লন্ডনে বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (Tariq Rahman) সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সূত্রের খবর, বৈঠকের জন্য প্রায় দু’ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। সেখানে গুরুত্ব পাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের (National Election of Bangladesh) বিষয়টি। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন ইউনূস। বিএনপি অবশ্য ’২৫-এর ডিসেম্বরের মধ্যেই ভোটে যেতে আগ্রহী। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেকের বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বাংলাদেশ সরকারের (Government of Bangladesh) তরফে বহু প্রতীক্ষিত বৈঠক নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : ট্রেনে তত্কাল টিকিট কাটার নিয়মে কিন্তু বদল ঘটেছে, কিভাবে টিকিট বুকিং করবেন ?
ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম ঢাকায় বলেন, ‘বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হলে তা নিঃসন্দেহে দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।’ চলতি সফরে বাকিংহাম প্যালেসে গিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ইউনূস। চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ইউনূসের। ১৩ জুন লন্ডন সফরের শেষদিনে ডরচেস্টার হোটেলে ইউনূস ও তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ১৩ জুন ইউনূসের সঙ্গে তারেক রহমান দেখা করবেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia) দলের নেতাদের জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে বিএনপির রাজনৈতিক লাভ নেই। দলকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !