Bangla News Dunia, Pallab : দীর্ঘ পাঁচ মাস বন্দি থাকার পর জামিন পেলেন সনাতনী হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস ৷ বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’ এই খবর প্রকাশ করেছে ৷ গত নভেম্বরের শেষে তাঁকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
গত 25 নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস ৷ তিনি সম্মিলত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্রও ৷ তার আগে বাংলাদেশের ইসকন-এর সদস্য ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে ৷
গ্রেফতারের পরেই তিনি চট্টগ্রামের একটি আদালতে জামিনের আবেদন করেন ৷ কিন্তু তা খারিজ হয়ে যায় ৷ এরপরই ঢাকা, চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে ৷ চিন্ময়কৃষ্ণ দাসের অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এর মধ্যে মৃত্যু হয় সহকারী সরকারি আইনজীবী সইফুল ইসলাম আলিফের ৷
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়