জুলাইতে বাড়বে ৪% ডিএ, সরকারি কর্মীদের বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- জুলাই মাস আসতে এখনো প্রায় দেড় মাস বাকি। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের মনে এখন থেকেই শুরু হয়েছে আশার আলো। হ্যাঁ, এবছরের মার্চ মাসের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে ডিএ বৃদ্ধির সম্ভাবনা।

আসলে প্রতি বছর দুবার করে ডিএ বাড়ায় কেন্দ্র সরকার। যথাঃ জানুয়ারি ও জুলাই মাস। জানুয়ারি মাসে ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার, যার জন্য হতাশ হয়েছিল প্রায় ১.২ কোটির বেশি সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। তবে এবারের জুলাই মাসের আপডেটের দিকে অনেকেই এখন তাকিয়ে।

আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন

রিপোর্টে কী বলা হয়েছে?

সম্প্রতি শ্রম মন্ত্রকের অধীনে মার্চ ২০২৫ এর ডেটা প্রকাশ করা হয়েছে। আর এই পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসের সূচক বেড়ে দাঁড়িয়েছে ১৪৩.০ তে। যদিও জানুয়ারি মাসে এই সূচক ছিল ১৪৩.২। কিন্তু ২০২৪ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্রমাগত কমার পর মার্চ মাসে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

আর এই সূচক থেকে প্রতিবছর ডিএ বৃদ্ধি করা হয়। তাই মার্চ মাসের রিপোর্ট দেখে আশার আলো সঞ্চার হয়েছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ জুলাইতে হয়তো বড়সড় সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

বর্তমান পরিস্থিতি

প্রসঙ্গত বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছে। তবে শেষবার সরকার মাত্র ২ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল, যা গত ৭৮ মাসের মধ্যে সবথেকে কম। আর এই সামান্য বৃদ্ধি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছিল। এমনকি জুলাই মাসে ডিএ বাড়তে পারে ৩ থেকে ৪ শতাংশ। এমনটাই মনে করছে উপরমহলের লোকজন। 

চাপ কমছে মূল্যবৃদ্ধির

এদিকে মার্চ মাসের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ২.৫%। তবে জিনিসপত্রের যে হারে দাম পতন হয়েছে, তাতে CPI-IW সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। আর এই কারণেই অনেক অর্থনীতিবিদ এখনো মনে করছে যে, জুলাই মাসে ডিএ বৃদ্ধি একটু হলেও বেশি হতে পারে।

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

কীভাবে মহার্ঘ ভাতার হিসাব হয়?

এখনো অনেকেই হয়তো জানে না যে, কীভাবে ডিএ বাড়ে? প্রথমত, সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ হিসাব করা হয় গত ১২ মাসের CPI-IW ডেটার গড় অনুযায়ী। এমনকি মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের রক্ষা করতে ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হয়। বছরে সাধারণত দুবার ডিএ বাড়ানো হয়। একবার জানুয়ারি মাসে, যা কার্যকর হয় মার্চে এবং দ্বিতীয়বার জুলাই মাসে, যা কার্যকর হয় অক্টোবর মাসে। 

 

সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষের পথে

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে। তাই ধরে নেওয়া হচ্ছে সরকার হয়তো এবার কিছুটা ডিএ বাড়াতে পারে। এখন দেখার আগামী দিন কী ঘোষণা আসে। 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন