Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে জেলা ভিত্তিক চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার জমি রেজিস্ট্রি অফিসে ডাটা এন্ট্রির কাজে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন? আবেদন করার উপযুক্ত যোগ্যতা থাকে? তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার ছেলে ও মেয়ে সকলে যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আগে বিস্তারিত জেনেনিন ।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
আবেদন কীভাবে করতে হবে?
যোগ্য ও আগ্রহী চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে অনলাইনের মাধ্যম অবলম্বন করতে হবে। অনলাইনে আবেদন করতে সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বা অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভূল ভাবে ফিলাপ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ নির্দেশ অনুযায়ী সঠিক সাইজে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফর্মটি যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস যা আবেদন করার সময় সাথে রাখতে পারবেন: নিচে উল্লেখিত ডকুমেন্টস সাথে রাখলে নির্ভূল ভাবে আবেদন করা যাবে –
1. বয়সের বা জন্ম তারিখ সার্টিফিকেট
2. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
3. পাসপোর্ট সাইজের রিসেন্ট রঙিন ছবি
4. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট
5. বাসিন্দা প্রমাণ হিসেবে আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য ডকুমেন্টস
বাছাই পদ্ধতি : প্রার্থীদের তিনটি পদ্ধতির মাধ্যমে যাচাই নিয়োগ করা হবে।
1. পরীক্ষা
2. কম্পিউটার পরীক্ষা
3. ইন্টারভিউ
পরীক্ষা হবে 60 নম্বরের যেখানে বাংলা,ইংরেজি, GK, অঙ্ক ও মাধ্যমিক স্টান্ডার্ট কম্পিউটার বিষয় থেকে প্রশ্ন করা হবে।
এরপর 30 নম্বরের কম্পিউটার টেস্ট এবং সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে মোট 100 নম্বরের অনুযায়ী নিয়োগ করা হবে।
পদের নাম : জেলার জমি রেজিস্ট্রি অফিসে ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত করা হবে। Data Entry Operator Job
বয়সসীমা : ডাটা এন্ট্রির কাজের জন্য (Data Entry Operator) আবেদন জানাতে বয়স থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে।
যোগ্যতা : প্রার্থীদের আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে MS Word, MS ExCeL এর যাবতীয় কাজ জানতে হবে।
বেতন কাঠামো : নিযুক্ত প্রার্থীকে চুক্তি ভিত্তিক হিসেবে মাসিক 11 হাজার টাকা দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা : কেবল বিজ্ঞপ্তি প্রকাশকারী ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন করার তারিখ সমূহ : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 01-08-2024 থেকে 16-08-2024 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন