Bangla News Dunia, Pallab : ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধের নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক আধিকারিক সোমবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আপাতত সামরিক সাহায্য বন্ধ থাকবে। নির্দেশে বলা হয়েছে, এখন পর্যন্ত যা সাহায্য দেওয়া হয়েছে, তার পর্যালোচনা করে দেখা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেদিন ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে প্রথা মোতাবেক দু’দেশের তরফে যৌথ বিবৃতি দেওয়া হচ্ছিল ওভাল অফিসে। সেই সময় ট্রাম্প এবং ভান্সের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয় জেলেনস্কির।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
ওই সভায় জেলেনস্কি জানান, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মানতে রাজি আছে। কিন্তু তাঁদেরও কিছু শর্ত রয়েছে। জেলেনস্কি মনে করিয়ে দেন, রাশিয়া এর আগেও চুক্তি ভেঙেছে। তাঁর এই মন্তব্য ঘিরে ট্রাম্পের তর্ক বাধে। এসবের জেরে ভেস্তে যায় খনিজ চুক্তি।
সেদিনের ঘটনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। তার মধ্যেই জেলেনস্কি আবার বলেছেন, ‘যুদ্ধ এখনই শেষ হবে বলে মনে হচ্ছে না।’ এই মন্তব্যের কড়া সমালোচনা করে সোমবার ট্রাম্প বলেছেন, ‘ওই ব্যক্তি (জেলেনস্কি) শান্তি চান না। পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন। যুদ্ধবিরতিতে না গেলে জেলেনস্কি আর খুব বেশিদিন ইউক্রেনের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না।’
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !