Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বিতর্কের কেন্দ্রে। রোববার এক ঘোষণা করে তিনি জানালেন, আমেরিকার বাইরে তৈরি সমস্ত সিনেমার উপরে ১০০ শতাংশ কর বসানোর প্রক্রিয়া শুরু করতে তিনি বাণিজ্য দফতর এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে (USTR) নির্দেশ দিয়েছেন।
মার্কিন সিনেমা শিল্পকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ
ট্রাম্পের দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প দ্রুত ক্ষয়ে যাচ্ছে। তিনি একে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, ‘এই পরিস্থিতি তৈরি হয়েছে অন্য দেশগুলোর পক্ষ থেকে। এটা শুধুই ব্যবসার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বার্তা এবং প্রোপাগান্ডাও।’
আমেরিকায় ছবি তৈরি করুক স্টুডিয়োগুলি, বললেন ট্রাম্প
তিনি আরও বলেন, আমেরিকার স্টুডিয়োগুলিকে দেশের মাটিতেই ছবি তৈরি করতে উৎসাহ দিতে হবে। ‘আমরা চাই, ছবির শুটিং আবার আমেরিকায় ফিরে আসুক। এই নতুন ট্যারিফের লক্ষ্য হল, সমান খেলার মাঠ তৈরি করা এবং আমেরিকার মাটিতে স্টুডিয়োগুলিকে কাজ চালিয়ে যেতে প্রেরণা দেওয়া।’
ক্ষুব্ধ ট্রাম্প
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, অন্যান্য দেশগুলি অত্যন্ত আকর্ষণীয় প্রস্তাব দিয়ে আমেরিকার স্টুডিয়ো এবং নির্মাতাদের বিদেশে টেনে নিয়ে যাচ্ছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে আমেরিকার সিনেমা শিল্পের জন্য গভীর বিপদ হিসেবে দেখছেন।
আলকাট্রাজ জেল খোলার পরিকল্পনা
একই দিনে ট্রাম্প আরও এক বিস্ফোরক ঘোষণা দেন। তিনি বলেন, সান ফ্রান্সিস্কো উপসাগরে অবস্থিত প্রাক্তন আলকাট্রাজ জেল পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ও জেল দফতরকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:- ১ লক্ষ ফুট উচ্চতায় বেলুন ওড়াল নাসা, কারণটা খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন
আরও পড়ুন:- শিশুদের হেলথ ড্রিঙ্কস খাওয়ানো কি ভাল? জানুন কী বলছেন ডাক্তাররা