Bangla News Dunia, Pallab : তীব্র গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর (Weather Update)। উত্তরে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই বর্ষার। ফলে বেড়েই চলেছে আদ্রতাজনিত অস্বস্তি। তবে এরই মাঝে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে (North Bengal)। তবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আর বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমলেও শনিবার থেকে পরপর তিনদিন ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিংয়েও আগামী রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। তার জেরেই উত্তর ওডিশা উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তীব্র দাবদাহ চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার থেকে কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। সঙ্গে বইবে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এই ঝড়বৃষ্টি।
আরো পড়ুন : ২০২৬-এ বাংলা-তামিলনাড়ু দখল নেবো, হুঙ্কার অমিত শাহ- র
আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?