Bangla News Dunia, দীনেশ :- ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতি আলোচনা। এবার ‘রক্তস্নান’ বন্ধ করতে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সোমবার পুতিনকে ফোন করবেন তিনি। এছাড়া জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গেও একই দিনে তাঁর কথা হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট অনুযায়ী ফোনটি সকাল ১০টা নাগাদ করা হবে। ট্রাম্প বলেছেন, ‘আশা করি একটি ফলপ্রসূ আলোচনা হবে। যুদ্ধের অবসান ঘটবে। এই ভয়ঙ্কর যুদ্ধ না হলেই ভালো হত।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত রাশিয়ান সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনে কথা হবে। তার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:- এই বোমা ১,০০০ পরমাণু বোমার সমান! ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ । বিস্তারিত জেনে নিন
তিন বছরের মধ্যে প্রথমবার ইস্তানবুলে রাশিয়া এবং ইউক্রেনের কর্তারা মুখোমুখি আলোচনায় বসেছিলেন। যদিও আলোচনায় কোনও বড় অগ্রগতি হয়নি। উভয়পক্ষ শুধু বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছে।
আরও পড়ুন:- পৃথিবীজুড়ে খিদের যন্ত্রণা বেড়েই চলেছে, প্রকাশ্যে এসে পড়ল হাড় হিম করা সত্য
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতি স্বাক্ষরের আহ্বান জানিয়ে আসছেন। এবিষয়ে শনিবার মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার দেখাও করেন। যদিও পুতিনের দিক থেকে কোনও সবুজ সংকেত এখনও মেলেনি। ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর এবং পুতিনের মধ্যে সরাসরি আলোচনাই যুদ্ধ থামাতে বড় ভূমিকা নিতে পারে।
এদিকে, ইস্তানবুল আলোচনার পরই ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হন। জেলেনস্কি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘এটা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত হত্যা।’
আরও পড়ুন:- বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কেন্দ্রের পুরস্কার পেলো কলকাতা, জানতে বিস্তারিত পড়ুন