Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এই গরমে যদি পাহাড়ের ঠান্ডা হাওয়া উপভোগ করতে চান, তবে IRCTC আপনার জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ। খুব কম খরচে হিমাচল প্রদেশ ঘুরে আসার সুবন্দোবস্ত করছে ভারতীয় রেল। থাকা, খাওয়া, ঘোরা ফেরা সব কিছুই থাকছে প্যাকেজে দেখে নিন বিস্তারিত। আর যারা পাহাড়ে গিয়ে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজ এক আলাদা অনুভুতি নিয়ে এসে।
IRCTC ভ্রমণ প্যাকেজের বিস্তারিত তথ্য
- হিমাচল ভ্রমণের জন্য একটি অল-ইনক্লুসিভ ট্যুর প্যাকেজ চালু করেছে যা গ্রীষ্মের ছুটির সময় উপযুক্ত।
- ট্যুরের নাম Himachal Delight with Amritsar
- সময় ৭ রাত ৮ দিন
- স্টার্টিং পয়েন্ট হল কলকাতা বা হাওড়া স্টেশন
- মে ও জুন মাসে একাধিক যাত্রা উপলব্ধ
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
- AC ট্রেনের টিকিট
- হোটেলে থাকা
- সকালের জল খাবার ও রাতের খাবার
- লোকাল সাইট সিন ট্যুর
- ট্রান্সফার ও ট্র্যাভেল ইনস্যুরেন্স
কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে
IRCTC-র এই প্যাকেজে হিমাচল ও পাঞ্জাবের কিছু জনপ্রিয় গন্তব্য ঘুরে দেখানো হবে, শিমলা, কুলু, মানালি, ধর্মশালা, ডালহৌসি, অমৃতসর (গোল্ডেন টেম্পল ও ওয়াঘা বর্ডার)। Standard Package : 28,500 (প্রতি ব্যক্তি), Comfort Package : 35,000 (প্রতি ব্যক্তি), Deluxe Package 41,000 (প্রতি ব্যক্তি), বাচ্চাদের জন্য ছাড় এবং গ্রুপ ডিসকাউন্ট উপলব্ধ। IRCTC র অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে খুব সহজেই এই প্যাকেজ বুক করা যায়। এছাড়াও, স্থানীয় ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমেও বুকিং করা সম্ভব।
কারা এই প্যাকেজে যেতে পারেন?
যারা বাজেট ট্রিপ খুজছেন, ফ্যামিলি ও সিনিয়র সিটিজেনরা, হানিমুন কাপল, অফিসিয়াল ছুটি ব্যবহার করে পাহাড়ে শান্তি খুঁজতে চান যাত্রীরা। বিশ্বাস যোগ্যতা ও সুবিধার কারণে অনেকেই IRCTC-এর ট্যুর পছন্দ করেন, কারণ – সরকারি সংস্থা, অতএব নিরাপদ, এক্সপার্ট গাইড ও হেল্প ডেস্ক, খাবার ও থাকার গুণমান নিয়ন্ত্রিত, ট্রাভেল ইনস্যুরেন্স সহ নিরাপত্তা ব্যবস্থা। তাই এবারে সকলে নিজেদের পরিবারের সাথে বা কোন প্রিয় মানুষের সাথে ঘুরে আসতে পারেন।
আরও পড়ুন:- সুফল বাংলা প্রকল্পে কৃষক ও শহরবাসীর জন্য বিরাট সুখবর, বিস্তারিত জেনে নিন