Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে এক দিলীপ ঘোষ নিয়েই তপ্ত রাজ্য রাজনীতি। দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের ‘সহাবস্থান’ নিয়ে সবথেকে বেশি হইচই করছে বিজেপি তথা গেরুয়া শিবিরই। যার যুৎসই জবাব দিতে কসুর করছেন না দিলীপ ঘোষও। পাশে পেয়েছেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকেও।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
বস্তুত, আজীবন আরএসএস-এর ভাবাদর্শে দীক্ষিত দিলীপ ঘোষের আচমকা বিয়ে এবং তারপরই দিঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে ‘রাজনৈতিক শত্রু’ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সৌজন্যের হেতু বোধগম্য হচ্ছে না বিজেপিরই বড়, মেজো, সেজো, ছোট নেতাদের! এহেন প্রেক্ষাপটে দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছু খবর সামনে এসেছে।
দ্য ওয়াল অনুসারে – দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর থেকেই তাঁকে নিয়ে গুরুগম্ভীর আলোচনা হয়েছে বিজেপি ও সংঘের একেবারে শীর্ষস্তরে। তাতে নাকি বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংঘের এই পূর্ব প্রচারকের বিরুদ্ধে!
শোনা যাচ্ছে, দিলীপের আচরণে নাকি বেজায় চটেছে আরএসএস শীর্ষ নেতৃত্ব। বিষয়টি নিয়ে গতকাল (শুক্রবার – ২ মে, ২০২৫) বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও আরএসএস-এর যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্য়ে আলোচনা হয়। সেই বৈঠকে স্থির করা হয়েছে, আপাতত দিলীপ ঘোষকে বিজেপির কোনও বৈঠক বা কর্মসূচিতে ডাকা হবে না!
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়