দুরন্ত কামব্যাক, মে মাসেই ৪৮% দাম বেড়েছে এই মাল্টিব্যাগার স্টকের।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বেশ কয়েক মাস ঢিমেতালে চলার পর মে মাসে ফের স্ট্রং পারফরম্যান্স দেখিয়েছে ভারতের শেয়ার বাজার। এর জেরে এ বছরের শুরু থেকে পতনের মুখে পড়া স্টকেরও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে মে মাসে। এ রকমই একটি স্টক হলো আপার ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দাম কমলেও মে মাসে ৪৮ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার শেয়ারের।

Apar Industries Share Price

শুক্রবার আপার ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর সাড়ে ৫ শতাংশেরও বেশি বেড়ে পৌঁছে গিয়েছিল ৮ হাজার ৩৯৯ টাকায়। এই প্রতিবেদন লেখার সময় ওই শেয়ারের দাম রয়েছে ৮ হাজার ২৬৩ টাকা। মে মাসের শুরুতে এই শেয়ারের দাম ছিল ৫ হাজার ৬০৩ টাকা। অর্থাৎ অল্প কয়েক দিনেই বিপুল দাম বেড়েছে এই স্টকের। গত এক সপ্তাহে এই শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি। গত এক মাসে তা বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। গত পাঁচ বছরে এই শেয়ার থেকে এসেছে ২৭০০ শতাংশ রিটার্ন। মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া এই স্মল ক্যাপ স্টকে নিয়ে লগ্নিকারীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

আরও পড়ুন:- গাজা থেকে ১০ লক্ষ প্যালেস্তাইনবাসীকে লিবিয়া পাঠানো হবে, কি পরিকল্পনা ট্রাম্পের? জানুন

FY25Q4 Results

গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে আপার ইন্ডাস্ট্রিজ়ের ফিনান্সিয়াল রেজ়াল্টও ভালো হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৬.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষ জুড়ে রেভিনিউ তার আগের অর্থবর্ষের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। গত অর্থবর্ষে আমেরিকার বাজার থেকেও রেভিনিউ বাড়িয়েছে এই সংস্থা।

Strong Comeback

২০২৪ সালেও এই সংস্থার শেয়ার দর বেড়েছিল ৭০.৪৪ শতাংশ। কিন্তু ২০২৫ সালে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। জানুয়ারিতে ২৭ শতাংশ দাম কমেছিল। যা গত ১৬ বছরের মধ্যে একমাসের নিরিখে সবথেকে বেশি পতন। এর পর ফেব্রুয়ারি ও মার্চ মাসেও যথাক্রমে ২৩ ও ৫ শতাংশ দাম কমে এই স্টকের। সেখান থেকেই ঘুরে দাঁড়াল এই স্টক।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন