Bangla News Dunia, Pallab : দোলের আগে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
বুধবার উত্তরবঙ্গে (North Bengal Weather Update) উপরের জেলাগুলিতে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলায়। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের ছয় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল হবে। হাওয়া অফিস জানিয়েছে, দোল উৎসবে কলকাতায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে।