নতুন প্রধান বিচারপতি বি.আর. গাভাই, SSC মামলার দিকে তাকিয়ে বাংলা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের ৫১তম প্রধান বিচারপতি (CJI) সঞ্জীব খান্না, ১৩ই মে, ২০২৫ তারিখে তাঁর কার্যকাল পূর্ণ করে অবসর গ্রহণ করেছেন। তাঁর অবসরের শেষ দিনে, বহুল আলোচিত প্রায় ২৬,০০০ চাকরি বাতিল সংক্রান্ত এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) মামলার রিভিউ পিটিশনের শুনানি তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে অনুষ্ঠিত হলোনা। এদিকে, গতকাল অর্থাৎ ১৪ই মে, ২০২৫ তারিখে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

বিচারপতি সঞ্জীব খান্না ১১ই নভেম্বর, ২০২৪ তারিখে ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর প্রায় ছয় মাসের সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কার্যকালে একাধিক উল্লেখযোগ্য মামলার নিষ্পত্তি হয়েছে। তবে, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি মামলার রিভিউ পিটিশনের শুনানি তাঁর অবসরের আগের দিন তালিকায় থাকলেও, শেষ পর্যন্ত তা বিচারপতি খান্নার বেঞ্চে ওঠেনি। ফলে, এই মামলার ভবিষ্যৎ এবং চাকরিপ্রার্থীদের ভাগ্য এখন পরবর্তী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

এসএসসি চাকরি বাতিল মামলাটি রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একাধিক পক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। এই পরিস্থিতিতে, প্রাক্তন প্রধান বিচারপতি খান্নার বেঞ্চে শেষ মুহূর্তেও এই মামলার শুনানি না হওয়ায় কিছুটা অনিশ্চয়তা থেকেই গেল।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন