Bangla News Dunia, Pallab : স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি সহ একাধিক পদে প্রায় ১ লক্ষ কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সকল চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ জুড়ে চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের ইতিহাসে এত বড় নিয়োগ বিরল। স্টাফ সিলেকশন কমিশন (SSC) ভারতের একটি কেন্দ্রীয় সংস্থা যা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, এবং সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় কর্মচারী নিয়োগের কাজ করে থাকেন। এর অধীনে বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্তরের চাকরির জন্য কর্মী নিয়োগ করা হয়।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল
চলতি অর্থ বছরে ভারত সরকার বিভিন্ন বিভাগে ১ লক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই নিয়োগ প্রক্রিয়াটি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পন্ন করা হবে। এখানে মূলত ক্লার্ক, হেড ক্লার্ক, একাউন্টেন্ট ক্লার্ক, চার্ট ম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, MTS, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অফিসার, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ইত্যাদি আরো বহু পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত আরো তথ্য জানতে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিম্নে ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় ১ লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
• নিয়োগ কারী সংস্থা (Central Government Recruitment) :
ভারত সরকার বর্তমানে সমগ্র দেশজুড়ে গ্রুপ সি সহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পূর্ণ করা হবে।
• পদের নাম এবং শূন্য পদের সংখ্যা:
স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে ভারত সরকার কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে মূলত ক্লার্ক, হেড ক্লার্ক, একাউন্টেন্ট ক্লার্ক, চার্ট ম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, MTS, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অফিসার, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে প্রায় এক লক্ষের কাছাকাছি কর্মী নিয়োগ করতে চলেছেন।
• শিক্ষাগত যোগ্যতা :
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদনের জন্য একাধিক পদে ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তবে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন।
• আবেদন পদ্ধতি :
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। বৈধ মোবাইল নাম্বার দিয়ে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। চাকরি প্রার্থীরা যদি পূর্বে স্টাফ সিলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। সবশেষে আবেদন কি জমা করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
• নিয়োগ প্রক্রিয়া:
স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাই ক্ষেত্রে সর্বপ্রথমে কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
• আবেদন তারিখ:
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখনো আবেদন প্রক্রিয়ায় শুরু হয়নি। আগামী ২০২৫ সালের ১৬ এপ্রিল মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ১৫ মে ২০২৫ পর্যন্ত। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১ লক্ষ পদে কর্মী নিয়োগের খবরটি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান নিউজ পেপার। এই সংক্রান্ত বিস্তারিত জানতে আপনারা কর্মসংস্থান দেখতে পারেন।