নিরাপত্তা পরিষদে প্রশ্নের মুখে পাকিস্তান ! মুখ পুড়ল প্রতিবেশী রাষ্ট্রের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ক্রমশ উত্তপ্ত রয়েছে ভারত-পাক সম্পর্ক (India-Pakistan)। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে (UN Security Council) অনুরোধ করেছিল পাকিস্তান। আবেদন জানিয়ে নিজেই বিপাকে পড়ল পাকিস্তান! সূত্রের খবর, রুদ্ধদ্বার বৈঠকে কাউন্সিল সদস্যদের কড়া প্রশ্নের মুখে পড়ে ইসলামাবাদ। লস্কর-ই-তৈবাকে নিয়ে ইসলামাবাদকে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছে নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে এও বলা হয়েছে, মিসাইল পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে মন্তব্য করে আসলে উসকানি দিচ্ছে পাকিস্তান নিজেই।

আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। ধর্মীয় পরিচয় জেনে নির্বিচারে হত্যা করার দাবি করেছেন সেখানে উপস্থিত নিহতদের পরিবারের লোকেরা। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। তলানিতে পৌঁছেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ করা, বাণিজ্য বন্ধের মতো একাধিক প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। পালটা সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদও। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জরুরি অধিবেশনের আবেদন জানায় পাকিস্তান। সেই আর্জিতে সাড়া দিয়ে সোমবার রাতে বৈঠকে বসে ১৫টি দেশ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে বর্তমানে রয়েছে পাকিস্তানও।

হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতারেস। একইসঙ্গে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইসলামাবাদকেই লস্কর-ই-তৈবার জড়িত থাকা নিয়ে প্রশ্ন করেন নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সদস্যরা। ধর্ম পরিচয় জেনে হত্যার ঘটনার নিন্দা জানান তাঁরা। এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। বলা যায়, সমর্থনের বদলে কার্যত মুখ পুড়েছে পাকিস্তানের। নিরাপত্তা পরিষদের মতে, পাকিস্তান যেভাবে মিসাইল পরীক্ষা করছে, পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলছে তাতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে পড়ছে। ভারতের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর কথাও বলা হয়। যদিও এনিয়ে রাষ্ট্রসংঘের তরফে কোনও বিবৃতি মেলেনি।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন