Bangla News Dunia, দীনেশ :- চিন থেকে চট্টগ্রাম। স্থান-কাল-পাত্র আলাদা হলেও মুহাম্মদ ইউনূসের মুখে সেই ‘সেভেন সিস্টার্স’। বুধবার বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে (Chattogram) নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। চিনের মতো সেখানেও স্বতঃপ্রণোদিতভাবে উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের (সেভেন সিস্টার্স) কথা টেনে আনেন তিনি। নেপাল, ভুটান, বাংলাদেশ ও সেভেন সিস্টার্সের মধ্যে একটি ‘সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা’র পক্ষে সওয়াল করেন।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
ইউনূসের বয়ান নিয়ে কূটনৈতিক মহলে চর্চা চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, শুধু ভারতের কথা না বলে বারবার উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের কথা আলাদা করে উল্লেখ করছেন ইউনূস। বিতর্ক হবে জেনেও একই ধরনের বক্তব্য একাধিকবার রাখার অর্থ সচেতনভাবেই এটা করছেন তিনি। এদিন তাঁর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়েছে, ‘ইউনূস বলেছেন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা প্রয়োজন। সেভেন সিস্টার্স বলতে তিনি উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যের কথা বলতে চেয়েছেন।’
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
নেপালের (Nepal) প্রতিনিধিদের উদ্দেশে তাঁর বার্তা, ‘বিচ্ছিন্ন থাকার বদলে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে অনেক বেশি কিছু পেতে পারি।’ এদিন নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে। যদিও নেপাল থেকে বাংলাদেশে সেই বিদ্যুৎ আনতে হলে ভারতীয় গ্রিডের প্রয়োজন পড়বে। এদিন চট্টগ্রাম বন্দরের গুরুত্ব নিয়েও দীর্ঘ বক্তব্য রেখেছেন ইউনূস। এর আগে চিন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন
বাংলাদেশের প্রধান উপদেষ্টা দাবি করেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স একটি ‘স্থলবেষ্টিত এলাকা’। আর বাংলাদেশ হল ‘সমুদ্রের অভিভাবক’। ভারতের বিদেশমন্ত্রক অবশ্য তাঁর যুক্তি খারিজ করে দিয়েছে। সাউথ ব্লক জানায়, সমুদ্রের সঙ্গে যোগাযোগের জন্য ভারতের বিরাট উপকূল এলাকা রয়েছে। অর্থাৎ, উত্তর-পূর্বের ৭টি রাজ্য যেহেতু ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই এদেশের বিশাল উপকূল ভাগের মাধ্যমেই তারা সমুদ্রের সঙ্গে যুক্ত রয়েছে। এজন্য অন্য কোনও দেশের মধ্য দিয়ে সমুদ্রে পৌঁছানোর বাধ্যবাধকতা সেভেন সিস্টার্সের নেই। তারপরেও অবশ্য নিজের অবস্থানে অনড় ইউনূস।