নোবেল-‘পাগল’ হয়ে উঠেছেন ট্রাম্প, কেন নোবেল পাওয়ার যোগ্য মনে করছেন নিজেকে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডায়ানামাইটের আবিষ্কারক এবং উদ্যোগপতি অ্যালফ্রেড নোবেলের উইল অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কার তাঁরই পাওয়া উচিত যিনি বিশ্বের দেশগুলির মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে সাহায্য করেছেন। শান্তি সম্মেলনের স্থাপনা, সেনা মোতায়েন প্রত্যাহার সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও নোবেল শান্তি পুরস্কারের তালিকায় ঠাঁই হতে পারে কোনও ব্যক্তির।

উল্লেখ্য, ইজরায়েল এবং পাকিস্তানের পক্ষ থেকে পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে জোর চর্চা। আদৌ কি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য ট্রাম্প? নানা মহলে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৪ জন মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন, থিয়োডর রুজভেল্ট, ব্রুডো উইলসন, জিমি কার্টর এবং বারাক ওবামা।

আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন