‘পশুর মতো..’, মার্কিন বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে ‘অমানবিক আচরণ’! মুখ খুলল ভারতীয় কনসুলেট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আমেরিকার মাটিতে পা রেখেই সেই স্বপ্ন চুরমার হল অপমান আর চোখের জলে! নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় যুবকের সঙ্গে পুলিশের পাশবিক আচরনের ভিডিও দেখে এমনটাই মনে করছেন অনেকে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবককে পিছমোড়া করে বেঁধে হাতকড়া পরানো হচ্ছে। তিনি কাঁদছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এই বিষয়ে বিবৃতি দিয়েছে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট।

এই ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট করেন কুণাল জৈন নামে এক অনাবাসী ভারতীয়। তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন এবং ভিডিও সহ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর কথায়, ‘আমি নিজে দেখেছি একজন তরুণ ভারতীয় ছেলেকে কীভাবে পশুর মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর চোখে জল, মুখে অসহায়তা। ওর অপরাধ শুধু এই, তিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন!’

আরও পড়ুন:- কেন্দ্রে মোদি সরকারের 11 বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন দিকে আলোকপাত করলেন প্রধানমন্ত্রী।

ঘটনার সূত্রপাত নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, অভিবাসন সংক্রান্ত নথিতে সমস্যার কারণে ওই যুবককে অবৈধ প্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। তারপরেই শুরু হয় তাঁকে ডিপোর্ট (দেশে ফেরত পাঠানো) করার প্রক্রিয়া। তবে সেই প্রক্রিয়ার এই নিষ্ঠুর ও অমানবিক রুপ নিয়েই উঠছে প্রশ্ন।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঘটনাপ্রসঙ্গে বিবৃতি দেয় নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। কনসুলেটের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা নেওয়ার্ক বিমানবন্দরের ঘটনার বিষয়ে অবগত। এক ভারতীয় নাগরিকের সমস্যার মুখে পড়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন:- বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন ধোনি, এর আগে মাত্র ১০ ভারতীয় পেয়েছেন এই সম্মান

প্রসঙ্গত, অভিবাসন ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠছে মার্কিন মুলুক। ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতির ফলে আবার শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়। এর আগেও বেশ কয়েক দফায় বহু ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে নথিপত্রের অভাব থাকলেও, একজন মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অভিবাসী মহলেও।

আরও পড়ুন:- চাকরিহারা গ্রুপ-সি ও ডি দের বাড়িতে বসে বসে বেতন? হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন