Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। করোনা মহামারীর কঠিন সময়ে ঘরে ফেরা হাজার হাজার প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড় দাড়িয়ে সেরকমই এক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। আর তা হল স্নেহের পরশ প্রকল্প।
আর সেই উদ্যোগ আবার নতুন করে ফিরে এসেছে। জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রকল্পের আওতায় ফের আর্থিকভাবে অসহায় শ্রমিকদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
কী এই স্নেহের পরশ প্রকল্প?
করোনা পরিস্থিতির সময় যখন গোটা দেশ কার্যত একপ্রকার থমকে গিয়েছিল, তখন হাজার হাজার পরিযায়ী শ্রমিকের সংসার চালানো দায় হয়ে পড়েছিল। আর এই দুর্দিনে তাদের হাতে সামান্য হলেও টাকা পয়সা তুলে দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল স্নেহের পরশ প্রকল্প। মূলত কর্মহীন হয়ে পড়া প্রবাসী শ্রমিকদের সাহায্য করার জন্যই এই প্রকল্প। এবার সেই প্রকল্পে আবারো আবেদন করা সুযোগ মিলছে।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?
এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী যদি ভিন রাজ্যে কাজ করে এবং মহামারীর সময়ে সেই কাজ হারিয়ে রাজ্যে ফিরে আসে, তাহলেও এই প্রকল্পে আবেদন করতে পারবে।
- যারা কখনো রাজ্যের বাইরে কাজ করতে যায়নি, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।
- বিশেষ করে আর্থিকভাবে দুর্বল এবং কর্মহীন শ্রমিকরা এই প্রকল্পের সাহায্য পাবে।
কীভাবে আবেদন করবেন?
স্নেহের পরশ প্রকল্পে অনলাইন বা অফলাইন উভয়ভাবে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে সরকারের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ফিলাপ করুন।
- এরপর মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- স্মার্ট ফোন থাকলে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন।
তবে যদি কেউ অফলাইনে আবেদন করতে চান, তারা স্থানীয় ব্লক অফিস বা পঞ্চায়েতে গিয়ে সহায়তা নিতে পারেন। সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট কাগজপত্র জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
কী কী ডকুমেন্ট দরকার?
এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ভীন রাজ্যে কাজ করে থাকলে তার প্রমাণপত্র, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ফটো দরকার হয়।
স্নেহের পরশ শুধুমাত্র আর্থিক অনুদান নয়, বরং লক্ষ লক্ষ শ্রমিকদের সংসার চালানোর প্রধান ভরসা। প্রবাসে থাকা শ্রমিকরা প্রায়ই সমাজের বঞ্চনার শিকার হয়। তাদের জন্য এই প্রকল্প যেন আশার আলো। তাই যারা আবেদনযোগ্য, তারা অবশ্যই আবেদন সেরে নেবেন।