পহেলগাঁও হামলার নিন্দায় তালিবান, ফোনালাপে আফগান বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জয়শঙ্কর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২১ সালে তালিবানেরা আফগান মসনদ দখলের পর এই প্রথম দু’দেশের মন্ত্রী পর্যায়ে সরাসরি কথোপকথন হল। পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে নিন্দায় সরব হয়েছিল তালিবান সরকার। এদিনের কথায় সেই জন্য তাদের ধন্যবাদ জানান জয়শঙ্কর।এই প্রসঙ্গে সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লেখেন, ‘পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা জানানোর জন্য আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের একাংশের তরফে একটি গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছিল এই বলে যে, এই ঘটনার পেছনে তালিবানদের হাত রয়েছে। তবে সেই সময় এই অভিযোগ সরাসরি অস্বীকার করে তালিবান সরকার। বিষয়টিকে স্বাগত জানান ভারতের বিদেশমন্ত্রীও। এই বিষয়ে তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘মিথ্যা এবং ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে যে ভাবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করা হয়েছিল, তা দৃঢ়ভাবে খারিজ করে দেওয়ার জন্য আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন : কীভাবে হল ‘অপারেশন সিঁদুর’? বিস্তারিত জানাল কেন্দ্র

অপরদিকে জয়শঙ্করের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে সেই বিষয়ে সমাজমাধ্যমে একাধিক পোষ্ট করেন তালিবানের জনসংযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমেদ। তিনি জানান, জয়শঙ্করের সঙ্গে এদিন যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁর মধ্যে প্রাধান্য পেয়েছে ভারতে বন্দি থাকা আফগানদের মুক্তি দেওয়ার প্রসঙ্গ। এর পাশাপাশি আফগানদের আরও বেশি ভারতীয় ভিসা দেওয়ার ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সাম্প্রতিক পরিস্থিতিতে নয়াদিল্লি এবং কাবুলের এই পারস্পারিক সখ্যতা বৃদ্ধি যে যথেষ্ট তাৎপর্‍্যপূর্ণ, সে কথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন