Bangla News Dunia, Pallab : পহেলগাঁও কাণ্ড পরবর্তী আবহে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কূটনৈতিক চাপ বাড়াল ভারত। এবার নয়াদিল্লির তরফে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক(ADB)-কে অনুরোধ করা হয়েছে যে, তাঁরা যেন পাকিস্তানকে আর্থিক সহায়তা করা বন্ধ করে দেয়। সূত্রের খবর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সাম্প্রতিক এক বৈঠকে এডিবি প্রধান মাসাতো কান্ডার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ৫৮ তম বার্ষিক বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে ইতালির মিলানে রয়েছেন নির্মলা সীতারমন। সেখানে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গেও তিনি আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সাল পর্যন্ত পাকিস্তানে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের পোর্টফোলিওতে ৫৩ টি ঋন এবং ৩ টি অনুদানের উল্লেখ রয়েছে যার মোট পরিমান ৯.১৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৭,৮৪,১৬,২২,৮২,৫০০ টাকা)।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ‘গ্রে লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার জন্য চাপ বাড়াচ্ছে ভারত। উল্লেখ্য, যেসব দেশ অবৈধভাবে অর্থ পাচার তথা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ প্রমানিত হয় তাঁদের বিরুদ্ধেই এই পদক্ষেপটি নেওয়া হয়। কোনও দেশ ‘গ্রে লিস্ট’-এর অন্তর্ভুক্ত হলে তাঁরা আরও বেশি করে তদন্তের আওতায় পড়ে এবং এর ফলে সেই দেশে বিদেশী বিনিয়োগও ক্ষতির সম্মুখীন হয়।