পাকিস্তানকে ৪৮ ঘন্টার চূড়ান্ত সময়সীমা ! বালোচিস্তানের পরিস্থিতি ক্রমশ ঘোরাল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পাক সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বালোচিস্তান (Balochistan) লিবারেশন আর্মি (BLA)। জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে হেপাজতে নেওয়া পণবন্দিদের মুক্তির বিনিময়ে পাকিস্তানের জেলে থাকা বালোচ বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বিদ্রোহীরা। এই দাবি না মেনে নেওয়া হলে সব পণবন্দিকেই মেরে ফেলা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ৩০ জনকে হত্যা করেছে BLA। এখনও তাঁদের হেপাজতে রয়েছে মহিলা ও শিশু-সহ ২১৪ জন। এদিন বালোচিস্তান লিবারেশন আর্মির তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। যেই ভিডিওতে কীভাবে ট্রেনটি হাইজ্যাক করা হয়েছে তা বিস্তারিত দেখানো হয়েছে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

মঙ্গলবার বালুচিস্তানের কোয়েট্টা থেকে ট্রেনটি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল জাফর এক্সপ্রেস ট্রেনটি। লাইনে বিস্ফোরণ ঘটিয়ে গুলি চালিয়ে ট্রেনটি হাইজ্যাক করা হয়। তখন ট্রেনটিতে ৪০০র মতো যাত্রী ছিল। বেশ কিছু সাধারণ নাগরিক, মহিলা ও শিশুদের মুক্তি দিয়েছে জঙ্গিরা।

আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে

পাক সেনাকর্মী থেকে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও নিরাপত্তা বাহিনীর অনেকেই ছিলেন ওই ট্রেনে। মূলত তাদের টার্গেট করা হয়েছে। অন্যদিকে পাক সেনার দাবি, তাঁরা ২৭ জন বিদ্রোহীকে হত্যা করে ১৫৫ জন পণবন্দিকে উদ্ধার করেছেন। তবে বিদ্রোহী যোদ্ধারা গায়ে বিস্ফোরক বেঁধে পণবন্দিদের সঙ্গে মিশে থাকায় উদ্ধার কাজে ভেবে পদক্ষেপ করতে হচ্ছে বলে সেনাসূত্রে দাবি করা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন