Bangla News Dunia, দীনেশ :- পহলগামের বৈসরণে সন্ত্রাসবাদীদের গুলিতে পর্যটকদের মৃত্যুর ঘটনায় অত্যন্ত আক্ষেপ প্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কেন্দ্রশাসিত অঞ্চলের আইনশৃঙ্খলার দায় তাঁর না থাকলেও পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে না পারাকে নিজের ব্যর্থতা বলে দাবি করেছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। এবার হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় শাহবাজ শরিফের সরকারকে নিশানা করেন ফারুক। তিনি বলেন, ‘আমরা ওদের মতো নিষ্ঠুর নই।’
আরও পড়ুন:- এই ৯ লার্জ ও মিড ক্যাপ স্টকের দাম আগামী এক বছরে বাড়তে পারে ৩০ শতাংশের বেশি
পহলগামে হামলার পর একতরফাভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এক বিন্দু জলও পাকিস্তানকে দেওয়া হবে না বলে কেন্দ্র যে ঘোষণা করেছে তাতে পাকিস্তান এতটাই ক্ষুব্ধ যে প্রতিদিন কাঁটাতারের ওপার থেকে নিয়ম করে বিষোদ্গার করা হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুই দেশের যুদ্ধজিগির। এই অবস্থায় পাকিস্তানকে নিশানা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত গান্ধির দেশ। আমরা জল দেব না বলে ওদের হুঁশিয়ারি দিয়েছি ঠিকই। কিন্তু আমরা ওদের প্রাণে মারব না। ওদের মতো আমরা নিষ্ঠুর নই। পাকিস্তানের ক্ষতি করার কোনও অভিপ্রায় আমাদের নেই।’ ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি বাস্তবায়িত করার সময় জম্মু ও কাশ্মীরের মানুষকে সঙ্গে না নেওয়ায় প্রশ্ন তুলেছেন ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো। সম্প্রতি পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছিলেন সিন্ধুর জল আটকালে রক্তগঙ্গা বইবে। জবাবে ফারুক বলেন, ‘আমরা যদি বিলাওয়াল ভুট্টোর কথা শুনে চলি, তাহলে এগোতে পারব না।’
আরও পড়ুন:- অন্যের বউকে চুরি করে বিয়ে করাই এখানে নিয়ম, কোথায় হয় জানেন?
১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারে হত্যা এবং তাঁদের পলায়নের ঘটনা প্রসঙ্গে নির্বিকার ফারুক বলেছেন, ‘আমাকে যদি কেউ ওই ঘটনার জন্য দায়ী করতে চান তাহলে আমাকে আদালতে নিয়ে যাওয়া হোক। আপনি আমাকে ফাঁসিতে ঝোলাতে চান। আমার জমানায় গণহত্যার ঘটনা হয়েছিল তো হয়েছিল। আমি তার জন্য কী করতে পারি?’ ফারুকের সাফ কথা, ‘জগমোহনকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করার প্রতিবাদে আমি পদত্যাগ করেছিলাম। আমি যদি জানতে পারতাম কী হতে চলেছে তাহলে ভারত সরকারকে সেই তথ্য জানাতাম। হিংসার ব্যাপারে সতর্কবার্তা দেওয়ার পরই আমি পদত্যাগ করেছিলাম। অথচ ওই গণহত্যার জন্য আমাকে দায়ী করা হয়েছিল।’
আরও পড়ুন:- ১৬ জুন থেকে UPI লেনদেনে আসছে বিরাট বদল, যা জানা জরুরি