Bangla News Dunia, দীনেশ :- বারবার জঙ্গিদের মদত ও আশ্রয় দেওয়ার এবং পাকিস্তান সরকারের যোগসূত্রের প্রমাণ বিশ্বের কাছে তুলে ধরেছে ভারত। সাম্প্রতিককালের ঘটনাতেও এই তথ্য বারবার উঠে এসেছে। ‘এমন একটি দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা কি সুরক্ষিত?’ বৃহস্পতিবার শ্রীনগরে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh in Srinagar)।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম শ্রীনগরে (Srinagar) এসেছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে আমি গোটা বিশ্বের সামনে একটাই প্রশ্ন রাখতে চাই। এই রকম দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বৃত্ত ভরা দেশের হাতে পরমাণু অস্ত্র থাকা কতটা সুরক্ষিত?’। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা আইএইএ (আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সি) (IAEA)-র কাছেও পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রভাণ্ডার নজরদারিতে রাখার আবেদন জানান তিনি।
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন, পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি মেনে নেবে না ভারত। এদিন একই কথা শোনা যায় রাজনাথের বক্তব্যেও। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সফল্যের জন্য অভিনন্দন জানান জওয়ানদের। পাশাপাশি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের মাটিতে বেশ কয়েকটি শেল ছোড়ে পাক সেনা। এদিন সেই জায়গাগুলিও ঘুরে দেখেন রাজনাথ সিং।
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন