পাক নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমা বাড়ানো হলো ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁও হামলার পর শুরু হয়েছিল ভারত থেকে পাকিস্তানিদের বিদায় দেওয়ার পর্ব। ৩০ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত পাকিস্তানি নাগরিকদের। এ বার বাড়ানো হলো ডেডলাইন। শিথিল করা হলো নির্দেশিকা। নয়া অর্ডার না আসা পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলবে সে দেশের নাগরিকদের।

ভূস্বর্গের বৈসরণ উপত্যকায় ২৬ জন পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংঠনের সদস্যরা। তার পর থেকেই দুই দেশের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তার মধ্যে অন্যতম পাক নাগরিকদের দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ। দেশ ছাড়ার জন্য নির্ধারিত সময়সীমার পরে কোনও পাকিস্তানি নাগরিক যাতে ভারতে না থাকে তা নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেডিক্যাল ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিল সময় দেওয়া হয়েছিল। তা না হলে ৩ বছরের জেল কিংবা ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার খাঁড়া নেমে আসতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

নয়া নির্দেশিকায় কী বলা হয়েছে?
৩০ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের জন্য আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে সাময়িক বদল আনা হয়েছে সেই নির্দেশিকায়। নয়া নির্দেশ অনুযায়ী, সঠিক অনুমোদন পাওয়া গেলে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত আটারি সীমান্তের চেক পোস্ট থেকে পাকিস্তানে যেতে দেওয়া হবে ভারতে থাকা সে দেশের নাগরিকদের। ফলে কিছুটা হলেও শিথিল করা হলো নিয়ম।

মূলত ভারত ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় কাদের? 
SAARC ভিসাধারীদের ২৬ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে বলা হয়। যাঁরা মেডিক্যাল ভিসা হোল্ডার, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। এ ছাড়াও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভিসা অন অ্যারাইভাল, বিজনেস, ফিল্ম, জার্নালিস্ট, ট্রানজিট, কনফারেন্স, মাউন্টেনিয়ারিং, স্টুডেন্ট, ভিজিটর, গ্রুপ ট্যুরিস্ট, তীর্থযাত্রী ও গ্রুপ তীর্থযাত্রী ভিসা ক্যাটেগরির অধীনে থাকা পাকিস্তানি নাগরিকদের। ৪ এপ্রিল ২০২৫ থেকে চালু হওয়া নতুন ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫’ অনুযায়ী, যদি কেউ নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক ভিসার নির্ধারিত সময়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভারতে থাকেন অথবা তাঁর কাছে বৈধ পাসপোর্ট ও ট্র্যাভেল ডকুমেন্ট না থাকে, তাহলে তাঁকে ৩ বছর পর্যন্ত জেল বা ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অথবা দু’রকমের শাস্তির মুখেও পড়তে পারেন তাঁরা।

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন