Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলাদেশের ইসলামপন্থী দলগুলি মহম্মদ ইউনূসের সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে এবার হুঁশিয়ারি দিল। মহিলা বিষয়ক সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসলামপন্থী দলগুলির ব্যানার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কিছু নেতা গণ-আন্দোলনের হুমকি দিয়ে সতর্ক করেছেন যে ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে, একজন বলেছেন যে সংস্কারগুলি এগিয়ে গেলে তারা “পালাবার জন্য পাঁচ মিনিটও সময় পাবে না”, ঢাকা-ভিত্তিক বাংলা দৈনিক প্রথম আলো এমনটাই জানিয়েছে।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, সরকার যদি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে,তাহলে ৫ মিনিটও সময় পাবে না। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পির বলেন, ‘আপনারা নারীবিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না।’
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
তিনি বলেন, ‘আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে। এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করেছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, কে জানি বলছে না যে ৫ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে জান। সেই ৫ মিনিটও সময় পাবেন না।’তিনি বলেন, ‘নারী সংস্কার কমিশনের সুপারিশে আওয়ামী লীগের হাত রয়েছে, তারা তো বসে নেই। তারা (আওয়ামী লীগ) হয়তোবা এই নারী কমিশনের সংস্কারের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে।’
সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেমিনারে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চারটি দাবি জানায়।
ঢাকা-ভিত্তিক ডেইলি স্টার জানিয়েছে, ইসলামপন্থীরা কমিশনের বিরুদ্ধে “ইসলামবিরোধী” এবং “পশ্চিমের প্রতি অনুপ্রাণিত” প্রস্তাব প্রচারের অভিযোগ এনেছে। বুধবার ঢাকায় ‘নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলামোফোবিয়া: আমরা কী করতে পারি’ শীর্ষক এক সেমিনারে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে এই সতর্কীকরণ জানানো হয়। মুহাম্মদ ইউনূসের কাছে মহিলা কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কয়েকদিন পর এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’