পুরনো ১০০ টাকার নোট বিক্রি হচ্ছে ৬ লাখ টাকায়! জানুন কীভাবে আপনিও বিক্রি করতে পারেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুরনো ১০০ টাকার নোট বিক্রি করতে চান? আর বিশেষ করে ৭৮৬ সংখ্যাটিকে ইসলামী ধর্মে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। অনেক মানুষ বিশ্বাস করেন, ৭৮৬ মানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’। সেই কারণেই এই সিরিয়াল নম্বর যুক্ত নোট বা কয়েন সংগ্রাহকদের কাছে অনেক দামী হয়ে ওঠে। বিশেষ করে ৭৮৬ দিয়ে শুরু হওয়া বা ঠিক ৭৮৬ নম্বর লেখা যে কোনো নোটের জন্য কালেক্টররা লাখ টাকারও বেশি দিতে রাজি থাকেন।

৭৮৬ নম্বরের পুরনো ১০০ টাকার নোটের মূল্য কেন এত বেশি?

আপনার কাছে যদি পুরনো ১০০ টাকার নোট বা নতুন কোনো নোটে ৭৮৬ সিরিয়াল নম্বর থাকে, তাহলে সেটিকে বিক্রি করে আপনি মোটা অঙ্কের টাকা পেতে পারেন। অনেক সময় শুধুমাত্র সিরিয়াল নম্বরই নোটের দাম বাড়িয়ে দেয় কয়েক গুণ।নোটটি যেন ছেঁড়া বা খুব বেশি পুরনো না হয়, সিরিয়াল নম্বর যেন স্পষ্ট ভাবে বোঝা যায়, নোটের ছবি তুলতে হবে পরিষ্কার আলোতে।

আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

‍কোথায় বিক্রি করবেন ৭৮৬ নম্বরের পুরনো ১০০ টাকার নোট?

অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি সংগ্রহ যোগ্য পুরনো ১০০ টাকার নোট ও কয়েন বিক্রি করতে পারেন। নিচের সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনার নোটটি বিক্রি করতে পারবেন – eBay India, Olx, Indiamart. এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই রকমের নোট বা কয়েন কেনাবেচা হয় সেখানে গিয়েও অনেকেই এই জিনিস বিক্রি করতে পারবেন।

‍অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার সময় কী লিখবেন?

  • “৭৮৬ সিরিয়াল নম্বর পুরনো ১০০ টাকার নোট দুষ্প্রাপ্য”
  • “Collectors Item” অথবা “Lucky Note”
  • বিক্রয় মূল্য উল্লেখ করুন: যেমন 6,00,000
  • পরিষ্কার ছবি দিন – সামনের ও পিছনের

কীভাবে দাম ঠিক করবেন?

  1. সিরিয়াল নম্বর কতোটা নিখুঁত (শুধু ৭৮৬, নাকি ০০০৭৮৬)
  2. নোটের অবস্থান
  3. বাজারে চাহিদা কেমন
  4. অন্যান্য বিক্রির রেকর্ড
  5. এছাড়াও, কিছু সময় দাম বেশি বললেও দর কষা কষির জন্য কিছু মার্জিন রাখুন।

প্রতারণা এড়িয়ে চলুন

শুধুমাত্র বিশ্বাস যোগ্য সাইট ব্যবহার করুন, সরাসরি ব্যাংক একাউন্টে টাকা আসার পরই নোট পাঠান, হোয়াটস অ্যাপ বা ফোনে সব আলোচনা রেকর্ড রাখুন, অজানা লিঙ্কে ক্লিক করবেন না। পালিন ড্রোম নম্বর – যেমন 12321, 1001, একি সংখ্যা বারবার – যেমন 777777, রেয়ার কয়েন – ব্রিটিশ ভারতে মুদ্রিত কয়েন, নান্দনিক সংখ্যার সিরিয়াল। আপনার কাছে থাকা একটি ৭৮৬ সিরিয়াল নম্বরের পুরনো ১০০ টাকার নোট যে লক্ষ টাকায় বিক্রি হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি। এই সুযোগ কাজে লাগিয়ে আয় করতে পারেন আপনি। তবে সতর্কতা অবলম্বন করে সব ধাপ বুঝে নিয়ে তবেই লেনদেন করুন।

আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন

আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন