Bangla News Dunia, Pallab : পুলওয়ামা হামলার দায় স্বীকার করল পাকিস্তান। ভারতের ববাররই অভিযোগ ছিল পুলওয়ামা হামলার পিছনে প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। রবিবার পাকিস্তানের বহু বছরের অস্বীকারের মুখোশ খুলে দিলেন খোদ সে দেশের শীর্ষ বায়ুসেনা আধিকারিক। এদিন এক সাংবাদিক বৈঠকে পাকিস্তান এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল তথা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, “আমরা আমাদের ক্ষমতা পুলওয়ামায় দেখাতে চেয়েছিলাম, এবং তাতে সফল হয়েছিলাম।” পাক বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের এই বক্তব্যে স্পষ্ট পুলওয়ামা কাণ্ডে হাত ছিল পাকিস্তানের।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান। এই ঘটনার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ। অথচ আন্তর্জাতিক মহলে এই দায় বারবার অস্বীকার করে এসেছে পাকিস্তান। এ দিন আওরঙ্গজেব বলেন, “পাকিস্তানের আকাশসীমা, জলসীমা, ভূমি কিংবা নাগরিকদের উপর হামলা হলে, আমরা কখনওই চুপ থাকব না। তার যোগ্য জবাব দেব। পুলওয়ামায় আমরা সেটা বোঝাতে চেয়েছিলাম। এখন আমরা অপারেশনাল স্তরে আরও এগিয়ে গিয়েছি।”
তাহলে পুলওয়ামার মতো ২২ এপ্রিল পহেলগামে হওয়া জঙ্গি হামলার পিছনেও কি পাকিস্তানের মদত ছিল? আওরঙ্গজেবের এদিনের বক্তব্যকে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পাকিস্তানকে।