Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সৌরভ গঙ্গোপাধ্যায়ের গায়ে পুলিশের পোশাক? তবে কি সিনেমায় অভিনয় করতে চলেছেন বাংলার ক্রিকেট আইকন? নির্মেদ শরীরে খাকি উর্দি। চোখ ঢাকা অ্যাভিয়েটর রোদচশমায়। হালকা টিন্ট গ্লাস তাতে। সযত্নে ছাঁটা দাঁড়ি-গোঁফ যেন আরও ব্যক্তিত্ব বাড়িয়েছে। পুলিশি টুপি মাথায় চাপাতেই নিখুঁত পুলিশ অফিসার! মঙ্গলবার, নীরজ পাণ্ডের নতুন সিরিজ় ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারমূলক ছবির শুটিং হল বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয়। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘পরিচালক’-এর ভূমিকায় অভিনয় করলেন অয়ন সেনগুপ্ত।
অডিশন দিলেন সৌরভ?
২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার। এই সিরিজ়ের প্রচার ছবিতে সৌরভ ‘পুলিশ অফিসার’! সকাল থেকে তারই শুটিংয়ে ব্যস্ত তিনি। হাওড়ার ছেলে নীরজ বাংলার গল্প বলতে গিয়ে তাঁর নতুন কাজে জুড়ে নিয়েছেন বাংলার ‘মহারাজ’কেও। গল্প অনেকটা এই রকম— ‘খাকি ২’-এ এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছুক ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তাই অভিনয়ের জন্য অডিশন দিতে পুলিশি পোশাকে হাজির পরিচালকের দরবারে। পরিচালক কি তাঁকে বেছে নেবেন? সেটাই দেখার। এখানে পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। যিনি টলিপাড়ায় আজ কাজের অভাবে ফাস্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
মঙ্গলবার হল শুটিং
মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী গার্ডেনে এই বিজ্ঞাপণী প্রচার ভিডিয়োর শুটিং হয়। সেটের ভিতরেই তৈরি করা হয় নকল থানা। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অয়ন এবং সৌরভের সঙ্গে ফ্রেম ভাগ করছেন অভিনেতা দেবাশিস রায়ও। দেবাশিস সিরিজে এক সমাজবিরোধীর ভূমিকায় অভিনয় করেছেন। আর বিজ্ঞাপনী ছবিতে একজন প্রোডাকশন বয়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
সৌরভ নিজেও দারুণ অভিনেতা, জানালেন অয়ন
সৌরভ অভিনেতা হিসেবে কেমন? অয়ন বলেন, ‘গড়পড়তা অভিনেতাদের থেকে ‘দাদা’ এগিয়ে। এক একটি দৃশ্যে তো বেশ ভাল অভিব্যক্তি দিচ্ছিলেন! পর্দায় উপস্থিতি, ব্যক্তিত্ব, স্বতঃস্ফূর্ত আচরণ— সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যে কোনও ভূমিকাতেই অনায়াস। ওঁকে অস্বীকার করার উপায় নেই।’
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন