Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পেট্রোল-ডিজেলে আবগারি শুল্ক (Excise Duty) ২ টাকা করে বাড়াল সরকার। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন দেশের উপর বাণিজ্যে চড়া শুল্ক আরোপ করেছে। বাণিজ্য ও শুল্ক-যুদ্ধের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, আবগারি শুল্কের হার বৃদ্ধি পাচ্ছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের চিন্তার কিছু নেই। আপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে না।
রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, আবগারি শুল্কের হার বৃদ্ধির পরেও পেট্রোল এবং ডিজেলের রিটেল দাম বাড়বে না।
ভারতে পেট্রোল-ডিজেলের দাম কীসের উপর নির্ভর করে?
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে ঠিক করা হয়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি—IOC, BPCL, ও HPCL—প্রতিদিন সকালে এই রেট ঠিক করে।
মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের বিপরীতে রুপির দর, রিফাইনারির খরচ, পরিবহন খরচ, কেন্দ্র ও রাজ্য সরকারের শুল্ক (এক্সাইজ ও ভ্যাট) এবং ডিলার কমিশন যোগ করে পাম্পে বিক্রির দাম স্থির করে।
রাজ্যভেদে করের হার ভিন্ন হওয়ায় একেক জায়গায় জ্বালানির দাম একেক রকম হয়।