প্রত্যেক মাসে 1 লাখ টাকা দিচ্ছে LIC. বিনিয়োগ করার কৌশল জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এলআইসি চালু করল নতুন জীবন শান্তি প্ল্যান (LIC Jeevan Shanti). ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) প্রায় মাঝে মধ্যেই সাধারণ মানুষের স্বার্থে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছে। আর এবার মাসে মাসে এক লাখ টাকা পাঠাচ্ছে এলআইসি। আর সেটা আসছে এলআইসির বিশেষ এক স্কিমের হাত ধরে। যার দ্বারা আপনি আপনার অবসর জীবন নিরাপদে কাটাতে পারবেন। কি ভাবছেন? আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

LIC Retirement Plan

প্রত্যেক মানুষ নিজেদের অবসর জীবনের কথা চিন্তা করেন। বিশেষ করে অবসর জীবনে যাতে আর্থিক প্রতিকূলতার সম্মুখীন না হতে হয় সেটাই প্রধান হয়ে দাঁড়ায়। শান্তিতে জীবন অতিবাহিত করতে কে না চান! তাই এবার এলআইসির এক বিশেষ রিটায়ারমেন্ট প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। যেখানে মাসে মাসে এক লাখ টাকা আর্থিক সাহায্য পেতে পারেন আপনিও।

সাধারণত যেটা দেখা যায়, প্রতিটি মানুষ নিজের চাকরি বা ব্যবসা করার সময় অবসরের কথা মাথায় রেখে বিনিয়োগ করেন। অবসর জীবন সুখে কাটাবেন বলে আগের থেকে টাকা সঞ্চয় করতে থাকেন। কারণ, এটাই স্বাভাবিক যে যদি আগের থেকে পরিকল্পনা (LIC Retirement Plan) করে রাখা যায়, তাহলে দৈনন্দিন খরচের কথা ভাবনা চিন্তা করে চলতে হবে না।

আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন

এলআইসির রিটায়ারমেন্ট স্কিমের সুবিধা

এলআইসি সম্প্রতি যে স্কিমটি এনেছে, সেই স্কিম আপনার জন্যও দারুন উপযুক্ত হতে পারে। LIC ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা নতুন জীবন শান্তি পলিসি (LIC Jeevan Shanti) চালু করেছে মূলত ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সীদের জন্য। এখন যদি আপনার বয়স ৫৫ বছর হয়, তাহলে আপনি এই স্কিমে বিনিয়োগ (Investment) শুরু করেন।

তবে এই স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে জমা করতে হবে এককালীন ১১ লক্ষ টাকা। আপনার টাকা এই স্কিমে জমা থাকবে ৫ বছরের জন্য। আপনার যখন ৬০ বছর বয়স হবে আপনি প্রতি বছর পাবেন ১ লক্ষ ১ হাজার ৮৮০ টাকা। আর যদি আপনি ষাণ্মাসিক ভিত্তিতে সেই পেনশন পেতে চান তাহলে আপনাকে প্রতি ৬ মাস অন্তর করে ৪৯,৯৯১ টাকা দেওয়া হবে। উক্ত ব্যক্তি সেক্ষেত্রে মাসিক ভিত্তিতে ৮১৪৯ টাকা করে পেনশন পাবেন।

কিভাবে বিনিয়োগ শুরু করবেন?

এখানে বিনিয়োগ শুরু করতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে নিকটবর্তী এলআইসির অফিসে। অথবা আপনি ভিজিট করতে পারেন এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট (http://licindia.in)-এ। এবার নিয়ম মতো আবেদন করে বিনিয়োগ শুরু করুন।

উপসংহার: এলআইসির এই অবসর প্রকল্পটি অনেক সাধারন মানুষকে স্বস্তি প্রদান করবে। কারণ এক সময় টাকা জমিয়ে পরে সারা জীবন নিশ্চিন্তে অবসর জীবন কাটাতে পারবেন। তাই আর দেরি না করে অতি সত্বর এই প্রকল্পে নিজ আবেদন জমা করে বিনিয়োগ শুরু করুন।

 

আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন