প্রথম বার বিদেশ গিয়ে বিপাকে পড়তে না চাইলে এই ৩ কাজ আগেই সেরে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাছেপিঠে হোক কিংবা দেশের মধ্যেই একটু দূরে, বেড়াতে যাওয়ার আলাদাই উত্তেজনা কাজ করে। আর সেটা যদি হয় দেশের বাইরে, তা হলে তো মন আর কিছুতেই বশে থাকে না। প্রথম বার বিদেশ যাওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। কোনও কিছুর সঙ্গেই তার তুলনা করা যায় না। কিন্তু বিদেশ যাচ্ছেন বলে শুধু আনন্দ করলে চলবে না। প্রথম বার বিদেশ ভ্রমণের পূর্ব-প্রস্তুতি থাকে অনেক। সেগুলি মাথায় রাখতে হবে।

পরিকল্পনা

যে দেশে যাচ্ছেন, সেখানকার গণপরিবহণ ব্যবস্থা, যাতায়াত খরচ, আইনশৃঙ্খলার অবস্থা সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তা ছাড়া সে দেশে যাওয়ার আদর্শ সময়, সেখানকার আবহাওয় জেনে নেওয়া জরুরি। শহরের কোথায়, কী ভাবে যেতে পারবেন সেটাও আগে থেকে জেনে রাখলে সমস্যা হবে না।

আরও পড়ুন:- দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে দশম, দ্বাদশ পাশে কর্মী নিয়োগ চলছে! চাকরি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

খরচ

বিদেশ যাওয়ার জন্য যেমন সাধ থাকতে হবে, তেমনি সাধ্যয় কুলোনোও জরুরি। তবে কোন পরিকল্পনা করে নিলে, কোনও সমস্যা হওয়ার কথা নয়। যে দেশে যেতে চান, সেখানকার অর্থের মূল্য বেশি না কম, সেদিকেও খেয়াল রাখতে হবে। হটেলের ভাড়া কিংবা কোনও আবাসিক আছে কি না, সেসবও আগে থেকে জেনে নিন।

ফরেক্স কার্ড

বিদেশ ভ্রমণের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যে দেশে যাচ্ছেন, সেই দেশের মুদ্রা বদলে নিতে পারেন। বিদেশে গিয়ে কিছু টাকা নগদ কাছে রাখার পাশাপাশি, প্রয়োজন মতো টাকা তুলতে ফরেক্স কার্ড ব্যবহার করতে পারেন। সাধারণত ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ডে টাকা তোলা গেলেও, বিদেশে প্রতিবার টাকা তোলার জন্য বাড়তি টাকা মাসুল দিতে হয়। সে ক্ষেত্রে ফরেক্স কার্ড থাকলে বাড়তি সুবিধা হতে পারে।

আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?

আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন