প্রযুক্তির যুগেও অটুট হালখাতার ঐতিহ্য, নববর্ষের আগে ব্যস্ততার ছবি বৈঠকখানা বাজারে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাথার উপর থরে থরে লাল খাতা বের করে কেউ তুলছেন ভ্যানে, কেউ হাতেই নিয়ে যাচ্ছেন দোকানে । নববর্ষের আগে এমনই ব্যস্ততার ছবি বৈঠকখানা বাজারে । কারণ, রাত পোহালেই শুরু নতুন বছর ৷ তাই হালখাতা করার তোড়জোড় ব্যবসায়ীদের মধ্যে । সময়ের সঙ্গে হালখাতার চাহিদা খানিকটা কমেছে ঠিকই ৷ তবে বাংলার নতুন বছর কিংবা অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এখনই ঐতিহ্য রক্ষায় হালখাতার চল রয়েছে অটুট ।

ব্যবসায়ী আফরোজ আলমের কথায়, ‘‘বাবার সময় এই হালখাতার ব্যবসা ছিল বিরাট । এই সময় আমরা চাহিদার তুলনায় যোগান দিয়ে উঠতে পারতাম না । তবে এখন ক্রমশ এই ব্যবসার পরিসর কমেছে । আমার আগামী প্রজন্ম এই কাজ আর করবে না । কারণ, যেমন বাজার নেই, তেমন লাভের অঙ্ক তলানিতে ঠেকেছে ।’’

হাল খাতা অর্থাৎ নতুন খাতা । নতুন বছরের শুরু থেকে ব্যবসার হিসেব দেনা-পাওনা শুরু হয় নতুন করে । আগে প্রচলন ছিল বেশি খতিয়ান খাতা, জাবদা খাতা, ডাক বই, রেজিস্ট্রার, ক্যাশ লেজার, ব্যাঙ্ক বুকের । এখন খতিয়ান, জাবদা খাতার বিক্রি প্রায় হয় না বললেই চলে। গণেশের ছবি দেওয়া লাল খাতা বিক্রি অবশ্য ভালোই ।

Tradition of Haal Khata

প্রযুক্তির যুগেও অটুট হালখাতার ঐতিহ্য (ছবি সংগৃহীত)

খতিয়ান খাতা 110 টাকা দিস্তে । জাবদা ও ডাক বই একই দাম । রেজিস্ট্রার খাতা সাড়ে 7টাকা নম্বর ৷ এর অর্থ, যত নম্বরের খাতা তার সঙ্গে সাড়ে 7 টাকা গুণ করে যেই টাকা হয়, সেই দাম । একই ভাবে ক্যাশ লেজার 16 টাকা নম্বর, ব্যাঙ্ক বুক 16 টাকা নম্বর ।

Tradition of Haal Khata

প্রযুক্তির যুগেও অটুট হালখাতার ঐতিহ্য (ছবি সংগৃহীত)

খাতা তৈরির কারখানা মালিক মতিউর রহমান বলেন, ‘‘এবারের বাজার ভালো । বিক্রি ভালো হয়েছে । রাজ্যের সব জেলার খুচরো বিক্রেতারা এসে নিয়ে গিয়েছেন । আগের থেকে কাগজের দাম কমায় লাভের অঙ্ক ভালো থাকছে ।’’

Tradition of Haal Khata

প্রযুক্তির যুগেও অটুট হালখাতার ঐতিহ্য (ছবি সংগৃহীত)

একই ভাবে ডেকরেটর ব্যবসায়ী স্বপন ধর কিনতে এসেছিলেন হাল খাতা । তিনি বলেন, ‘‘এখন সব কম্পিটারের যুগ । তবে আমরা পুরনো লোক । আমার এখনও হাতে লেখায় ভরসা রাখি । তবে এটা ঠিক যে বাংলার নতুন বছর মানে অবশ্যই আমাদের কাছে হালখাতা । এটা ঐতিহ্য । এটা চিরকাল অটুট থাকবে ।’’

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন