Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বাজারে আইপিও-র ঢেউ আছড়ে পড়বে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেও। গত কয়েক মাস ধরেই একের পর এক আইপিও এসেছে বাজারে। যা নিয়ে লগ্নিকারীদের উৎসাহও ছিল নজরকাড়া। এ সপ্তাহে ৯টি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। এর পাশাপাশি ৬টি সংস্থার আইপিও-র স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সময়ের মধ্যে।
আজাক্স ইঞ্জিনিয়ারিং: ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। ২ কোটি ২ লক্ষ শেয়ারের মাধ্যমে বাজার থেকে ১ হাজার ২৬৯ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর শেয়ারের প্রাইস ব্যান্ড ৫৯৯ থেকে ৬২৯ টাকা।
চন্দন হেলথকেয়ার: ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাবক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। বাজার থেকে ১০৭ কোটি ৩৬ লক্ষ টাকা তুলবে এই সংস্থার। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১৫১ টাকা থেকে ১৫৯ টাকা।
হেক্সাওয়্যার টেকনোলজিস: ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। ১২ কোটি ৩৬ লক্ষ শেয়ার বিক্রির মাধ্যমে ৮ হাজার ৭৫০ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর প্রাইস ব্যান্ড ৬৭৪ টাকা থেকে ৭০৮ টাকা।
কোয়ালিটি পাওয়ার: ১৪ ফেব্রুয়ারি আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ কোটি ৪৯ লক্ষ শেয়ারের মাধ্যমে বাজার থেকে ২২৫ কোটি টাকা তুলবে এই সংস্থা।
পিএস রাজ স্টিল: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন ১২ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ লক্ষ ২০ হাজার শেয়ার ছেড়ে ২৮ কোটি ২৮ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর প্রাইস ব্যান্ড ১৩২ থেকে ১৪০ টাকা।
ভোলের কার: ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলবে। ৩০ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২৭ কোটি টাকা তুলবে এই সংস্থা। এই শেয়ারের প্রাইস ব্যান্ড ৮৫ থেকে ৯০ টাকা।
ম্যাক্সভোল্ট এনার্জি: ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন তলবে। ২৪ লক্ষ শেয়ারের মাধ্যমে ৫৪ কোটি টাকা তুলবে এই সংস্থা। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১৭১ থেকে ১৮০ টাকা।
এলকে মেহতা পলিমার্স: এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১০ লক্ষ ৪০ হাজার শেয়ার থেকে ৭ কোটি ৩৮ লক্ষ টাকা তোলার লক্ষ্যমাত্রা রয়েছে এই সংস্থার। এই সংস্থার প্রতি শেয়ারের দাম ৭১ টাকা।
শানমুগা হসপিটাল: হেলথকেয়ার সেক্টরের এই সংস্থার আইপিও সাবস্ক্রিপশন করতে পারবেন ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩৮ লক্ষ ১৮ হাজার শেয়ার থেকে ২০ কোটি ৬২ লক্ষ টাকা তুলতে চাইছে এই সংস্থা।
এ ছাড়াও আরও ৬টি সংস্থার লিস্টিং রয়েছে এ সপ্তাহে। লিস্টিংয়ের দিন এবং কোনও এক্সচেঞ্জে লিস্টিং হবে, তা উল্লেখ করা হলো।
চামুন্ডা ইলেকট্রিক্যালস: ১১ ফেব্রয়ারি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
কেন এন্টারপ্রাইজ়: ১২ ফেব্রুয়ারি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
আমউইল হেলথকেয়ার: ১২ ফেব্রুয়ারি। বম্বে স্টক এক্সচেঞ্জ।
সোলারিয়াম গ্রিন: ১৩ ফেব্রুয়ারি। বম্বে স্টক এক্সচেঞ্জ।
রেডিমিক্স কনস্ট্রাকশন: ১৩ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
এলেগাঞ্জ ইনটেরিয়র: ১৪ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- সুখবর ! 1 এপ্রিল থেকে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে দ্বিগুণ স্যালারি! বিরাট ঘোষণা করল সরকার
আরও পড়ুন:- ভয়ঙ্কর ঘটনা কঙ্গোতে, জেল ভেঙে শতাধিক মহিলাকে ধর্ষণ, কেন ঘটলো এমন ঘটনা ?