‘ফিল্মি কায়দায়’ 20 কোটির হিরে চুরি ! বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

big diamond

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্রেতা সেজে 20 কোটির জিনিস লুট ! গয়না কেনার আছিলায় বেশ কয়েকজনের একটি দল হিরে ব্যবসায়ীর কাছ থেকে 20 কোটি টাকার হিরে লুট করেছে বলে অভিযোগ।

চেন্নাইয়ের আন্না নগর এলাকার বাসিন্দা চন্দ্রশেখর একজন হিরে ব্যবসায়ী। তিনি 20 কোটি টাকার হিরে বিক্রি করার জন্য আরোগ্য রাজ নামে এক দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷ এরপর হিরেটি কেনার জন্য আরোগ্য রাজ রাহুল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। এই পরিস্থিতিতে, দিন দুই আগে চন্দ্রশেখরের বাড়িতে হিরেটি নিয়ে আলোচনা হয় ৷ দামও নির্ধারণ করা হয়। এটাও জানানো হয়, রাহুল চন্দ্রশেখরকে বাড়িতে অন্যান্য বিষয়ে আলোচনা না করতে এবং তাঁরা অন্য কোনও স্থানে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান। এর পর, হিরে ব্যবসায়ী চন্দ্রশেখর ভাদাপালানির গ্রিন পার্ক হোটেলে যান। পরে, তিনি যখন তাঁর জন্য নির্ধারিত করা ঘরে যান, তখন সেখানে লুকিয়ে থাকা চার জনের একটি দল চন্দ্রশেখরের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরে, তারা তাঁকে বেঁধে, তাঁর কাছ থেকে হিরেটি কেড়ে নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ।

এদিকে, চন্দ্রশেখর অনেকক্ষণ ধরে বাইরে না আসায় সন্দেহজনকভাবে হোটেল কর্মীরা তাঁর ঘরে যান। চন্দ্রশেখরকে সোফার সঙ্গে বাঁধা অবস্থায় দেখে হতবাক হয়ে কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে। পরে, চন্দ্রশেখর ভাদাপালানি থানায় ডাকাতির বিষয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে, পুলিশ একটি মামলা দায়ের করে ৷ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। এরপর, তামিলনাড়ুজুড়ে ডাকাত দলের সন্ধান জোরদার করা হয়।

এই পরিস্থিতিতে, পুলিশ তথ্য পায় যে বিরুধুনগর জেলার শিবাকাশির কাছে একটি গাড়ি সন্দেহজনকভাবে চলাচল করছে। এর ভিত্তিতে, পুলিশ গাড়িটি শনাক্ত করে, তা ধাওয়া করে, টোল গেটের কাছে এটি ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া হিরেটি নিয়ে, পুলিশ চার জনকে চেন্নাইতে নিয়ে আসে ৷ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন