ফের উস্কানিমূলক মন্তব্য পাক সেনা প্রধানের, কি জবাব ভারতের ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওতে জঙ্গি  হামলার জবাবে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং  উপযুক্ত জবাব দেয়। ভারতের পরাক্রমে প্রতি ভীত হয়ে পাকিস্তান আমেরিকাকে যুদ্ধবিরতির  অনুরোধ করে এবং ১০ জুন দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। তবে, পরাজয়ের মুখোমুখি হওয়া সত্ত্বেও, পাকিস্তান বা তার সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের চরিত্রে কোনও বদল হচ্ছে না। তিনি আবারও জম্মু ও কাশ্মীর সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে একটি বৈধ ও আইনি সংগ্রাম হিসেবে বর্ণনা করেছেন মুনির। করাচিতে পাকিস্তান নৌ একাডেমিতে আয়োজিত পাসিং আউট প্যারেডের সময় বক্তৃতা দেওয়ার সময় মুনির বলেন যে পাকিস্তান সর্বদা কাশ্মীরিদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। সেইসঙ্গে, ভারতকে হুমকি দিয়ে তিনি বলেন যে, ভবিষ্যতে যদি ভারত আমাদের উপর আক্রমণ করে, তাহলে ‘যোগ্য’ জবাব দেওয়া হবে।

আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।

আসিম মুনির ভারতের বিরুদ্ধে ফের বিষোদ্গার করেছেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ভারত যাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করছে তা আসলে আন্তর্জাতিক আইন অনুসারে স্বীকৃত একটি সংঘাত। মুনির দাবি করেন যে, কাশ্মীরিদের আন্দোলন দমন করতে চাওয়া বিষয়টিকে  আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পাকিস্তান রাষ্ট্রসংঘের (ইউএন) প্রস্তাব এবং কাশ্মীরিদের আকাঙ্ক্ষা অনুসারে ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে চায়।

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ, নির্বাচন কীভাবে হবে?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন