ফের গরমে বিপর্যস্ত রাজ্য, স্কুল বন্ধের জল্পনা তুঙ্গে ! কী জানাল রাজ্য সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : দেশজুড়ে আবহাওয়ার ভয়ঙ্কর দাবদাহ অব্যাহত। গ্রীষ্মের শুরুতেই সূর্যের প্রচণ্ড তেজে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা পর্যন্ত। দিনের পর দিন আবহাওয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, যার জেরে স্কুলে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কার্যত কঠিন হয়ে পড়ছে ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য।

আরও পড়ুন : গরীবের পেনিসিলিন রসুন !

এহেন পরিস্থিতিতে ফের একবার স্কুল বন্ধের ঘোষণা আসবে কি না, তা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই তালিকায় কি নাম লেখাবে পশ্চিমবঙ্গও?

দাবদাহে নাজেহাল জনজীবন

জুন মাস পড়তে না পড়তেই আবহাওয়ার মারাত্মক রূপ দেখা দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রাতেও স্বস্তি নেই, গরমে হিমশিম খাচ্ছে মানুষ।

বৃষ্টির যে স্বল্প পরিমাণ স্বস্তি পাওয়া গিয়েছিল মে মাসের শেষদিকে, তা বর্তমানে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ফলে জুনের শুরু থেকেই বাড়তে শুরু করেছে গরম এবং তার প্রভাব পড়েছে ছাত্রছাত্রীদের উপরও।

স্কুল খোলার পরেই ফের বাড়ছে উদ্বেগ

প্রচণ্ড গরমের মধ্যে বেশ কয়েকদিন ছুটি থাকার পর রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলেছে জুনের শুরুতে। তবে মাত্র ক’দিন যেতে না যেতেই ফের শুরু হয়েছে উত্তপ্ত পরিবেশ এবং সেই সঙ্গে বাড়ছে পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকিও।

অভিভাবকদের অভিযোগ, এত গরমের মধ্যে সকাল সকাল বাচ্চাদের স্কুলে পাঠানো দুঃসহ হয়ে উঠেছে। ক্লাসরুমে নেই পর্যাপ্ত ফ্যান বা কুলিং ব্যবস্থাও। ফলে বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশন, মাথাব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও সামনে আসছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন