বড় ধাক্কা হাসিনার জন্য, চরম সিদ্ধান্ত নিল ইউনূস সরকার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বাংলাদেশে (Bangladesh) ছাত্র-জনতার বিক্ষোভের জেরে গত বছর অগাস্ট মাসে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতে রয়েছেন তিনি। এরই মাঝে হাসিনা এবং বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাতে ছাড়েনি বাংলাদেশের মানুষজন। এবারে বাংলাদেশে শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত (Bangladesh Court)। শুধু হাসিনাই নন, তাঁর ছেলে জয়, মেয়ে পুতুল এমনকি বোন রেহানারও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনা সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে এনেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সেই মামলাতেই আদালত এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। যার মধ্যে রয়েছে ধানমন্ডিতে ১৬ কাঠা জমিতে তৈরি সুধা সদনও। এছাড়াও রয়েছে হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল এবং ছোট বোন রেহানা ও রেহানার সন্তানদের নামে থাকা ফ্ল্যাট-জমিও। এমনকি রেহানার নামে থাকা ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রেহানার মেয়ে টিউলিপের নামে থাকা গুলশানের ফ্ল্যাটও রয়েছে সেই তালিকায়।

উল্লেখ্য, এই মামলায় বাংলাদেশে হাসিনার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। যাতে সেই অ্যাকাউন্ট থেকে কোনও টাকাপয়সার লেনদেন না করা যায়। হাসিনাপুত্রের ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি আওয়ামি লিগ এবং শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের নামেও সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনও চলছে। এই অবস্থায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যাতে তাঁরা কেউ নিজেদের সম্পত্তির মালিকানা পরিবর্তন বা স্থানান্তর করতে না পারেন, তাই এই নির্দেশ দেওয়া হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন