বর্ষাকালে কলেরা বাড়ছে ! সুস্থ থাকতে কী কী মেনে চলবেন? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Cons

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার পিকনিক গার্ডেনের ২৬ বছরের এক যুবক কলেরা আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বমি, পেট খারাপের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য গিয়েছিলেন ওই যুবক। রিপোর্টে দেখা যায় তিনি কলেরায় আক্রান্ত।

কলেরার খবর মিলতেই অনেকের মনে আশঙ্কা দানা বেঁধেছে। তবে ভয় না পেয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।কলেরা  জলবাহিত রোগ। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়।

সাধারণত দূষিত জল বা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে কলেরার ব্যাকটেরিয়া। তারপর দ্রুত সংক্রমণ ঘটায়।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

সংক্রমিত জল থেকেই কলেরা হতে পারে। তাই সবসময় পরিস্রুত জল খেতে হবে।

খোলা জায়গায় মলত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। টয়লেট পরিষ্কার রাখতে হবে। খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভাল ভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি।

রান্না করা খাবার গরম অবস্থায় খাওয়া এবং কাঁচা খাবার, বিশেষ করে ফল-মূল ভালোভাবে ধুয়ে খেতে হবে।

আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন