Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতায় উত্তরণের সার্বিক উন্নয়নের সঙ্গেই ঝুপরিবাসী, নুন আনতে পান্তা ফুরায় এমন হতদরিদ্র পরিবারগুলিকে ধাপে ধাপে মাথার উপর পাকা ছাদ দিতে চলেছে কলকাতা পুরনিগম । শহরের চারটি জায়গায় 1500-র বেশি গরিব পরিবার উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য যে সব প্রকল্প এনেছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ হল বাংলার বাড়ি । গরিব পরিবারের মাথার উপর পাকা ছাদ, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে । আগামী বছর বিধানসভা নির্বাচন ৷ তার আগেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । সেই কথা মাথায় রেখে এযাবতকালে সব থেকে বড় পদক্ষেপ কর্পোরেশনের । এবার শহরের চার জায়গায় বাংলার বাড়ি প্রকল্প মোট 1500-র বেশি গরিব পরিবার উপকৃত হবেন । এই চার প্রকল্প অনুমোদন হয়েছে কর্পোরেশনে মেয়র পরিষদ বৈঠকে ।
আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন
কলকাতা কর্পোরেশন সূত্র খবর, চারটি জায়গার মধ্যে উত্তর কলকাতার বেলগাছিয়া বস্তি লাগোয়া এলাকা রসগোল্লা পোট্টি, অরফান গঞ্জ, শশী শেখর বসু রোড, কেওড়া পুকুর । রসগোল্লা পট্টিতে যে প্রকল্প হবে তাতে বেশ কয়েক বছর আগে টালা সেতু তৈরির জেরে মাথার উপর ছাদ হারিয়ে খাল ধারে বসবাস করা 100-র বেশি পরিবার পাবে ফ্ল্যাট । এছাড়াও বেলগাছিয়ার আরও প্রান্তিক পরিবারগুলি পাবে ফ্ল্যাট । এখানে মোট 384টি ফ্ল্যাট তৈরি হবে । 24টি বিল্ডিং এক একটি চারতলা, এক একটি বিল্ডিংয়ে 16টি করে ফ্ল্যাট থাকবে । ফ্ল্যাটের মাপ হবে 374 বর্গ ফুট । আনুমানিক খরচ হবে 32 কোটি টাকা ।
অরফানগঞ্জ চারটি বিল্ডিং হবে, যাতে 64টি ফ্ল্যাট থাকছে । 74 নম্বর ওয়ার্ডের অরফানগঞ্জ বাজার লাগোয়া খালপাড়ে ধারে বসবাসকারী মানুষজনকে এবার পাকা হাত দেওয়ার ব্যবস্থা করছে কলকাতা কর্পোরেশন । খরচ হবে চার কোটি টাকার বেশি। 73 নম্বর ওয়ার্ডে শশী শেখর বসু রোড এলাকায় একটি বিল্ডিং হবে ৷ আটটি ফ্ল্যাট পাবে আট পরিবার । খরচ হবে এক কোটি টাকার বেশি ।
সব থেকে বড় প্রকল্পটি হবে 123 নম্বর ওয়ার্ডে কেওড়া পুকুর এলাকায় । সেখানে 17 বিঘা জমির উপর গরিব প্রান্তিক মানুষদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হবে । এক হাজার পরিবার পাবে স্থায়ী মাথা গোঁজার নিজস্ব ঠিকানা । তবে এই প্রকল্প এখন পরিকল্পনার স্তরে । বিল্ডিং তোলার জন্য জমি প্রস্তুত করার কাজ চলছে । এতগুলো পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার সিদ্ধান্ত এই সময়কালে নজিরবিহীন ।
কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের আর্থিক সাহায্যের ফলেই এতগুলো পরিবারের জন্য মাথার উপর পাকা ছাদ করা সম্ভব হচ্ছে । তিনটি প্রকল্পের কাজ কয়েক ধাপ এগিয়েছে । আর একটি জমি প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ একদম প্রাথমিক স্তরে । যদিও প্রত্যেকটি কাজই দ্রুত শেষের পরিকল্পনা নেওয়া হয়েছে । যাতে আর এই সমস্ত পরিবারের লোকজনকে রোদ বর্ষা বা ঝড় জল কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে শিশু সন্তান নিয়ে বাঁচার লড়াই করতে না হয় ।
আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস
আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন