Bangla News Dunia, Pallab : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির ব্যাটন গেল শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) হাতে। বৃহস্পতিবার সায়েন্স সিটি প্রদর্শনী ময়দানে আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হল শমীক ভট্টাচার্যকে। এদিন সংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে শমীক বলেন, ‘বাংলার মানুষ তৃণমূলের (TMC) হাত থেকে পরিত্রাণ চান। কৃষকের আত্মহত্যার জন্য দায়ী তৃণমূল। বাংলার মানুষ জানে বিজেপিই তৃণমূলকে হারাতে পারে। তৃণমূলের পতন অনিবার্য। তৃণমূলে মমতার বিকল্প কোনও মুখ নেই।’ তাঁর কথায়, ‘অনেক লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হয়েছে বিজেপিকে। বুদ্ধবাবু সর্বদলীয় বৈঠকে বিজেপিকে ডাকতেন না।’
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
শমীকের বক্তব্য, ‘রাজ্যে মেধা প্রতারিত। এই প্রতারণার বিরুদ্ধে লড়বে বিজেপি। বাংলার মানুষ শিল্প চায়, পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়।’ তিনি জানান, ‘বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়। যারা বোমা ছোড়ে, তাদের হাতে কলম ধরাতে চায় বিজেপি।’ এদিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির তাবড় নেতারা।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।