বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষক বন্ধুদের টাকা দেওয়া শুরু ! জানাল পশ্চিমবঙ্গ সরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার আবারও কৃষকদের পাশে দাঁড়াল। বাংলা শস্য বীমা প্রকল্প (Bangla Shasya Bima Scheme) এর আওতায় কৃষকদের আর্থিক সহায়তা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি কৃষক বন্ধুদের (Krishak Bondhu) ব্যাংক একাউন্টে এই অর্থ ট্রান্সফার করার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) এই নিয়ে সকলকে জানিয়েছেন তার X হ্যান্ডেলে। ১৫৮ কোটি টাকা দেওয়া হয়েছে মুলত আলু চাষে ক্ষতি হওয়ার জন্য।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla Shasya Bima Payment Update

বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ মুখী উদ্যোগ। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, অতি বৃষ্টি, খরা বা অন্য কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রকল্পটি সম্পূর্ণ প্রিমিয়াম ফ্রি অর্থাৎ কৃষকদের কোনো টাকা দিতে হয় না, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY) মত রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে।

কারা এই প্রকল্পে উপকৃত হচ্ছেন?

  • এই প্রকল্পের সুবিধা ভোগীরা মূলত রাজ্যের ‘কৃষক বন্ধুর’ কৃষকেরা।
  • যাঁরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত
  • যাঁদের ফসল বীমা করা রয়েছে
  • যাঁদের ফসল প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
  • তাদের ব্যাংক একাউন্টে সরকার সরাসরি অর্থ পাঠাচ্ছে।

বাংলা শস্য বীমা প্রকল্প টাকা কবে ঢুকবে?

ইত্তি মধ্যেই কৃষকদের একাউন্টে বীমার টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই টাকা পাঠানোর কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতির পরিমাণ অনুসারে টাকা নির্ধারিত হচ্ছে। সাধারণত একর প্রতি ক্ষতিপূরণ হিসেবেই এই টাকা দেওয়া হয়। পরিমাণ নির্ভর করছে ফসলের ধরন ও ক্ষতির মাত্রার উপর। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের দিকে আগে টাকা দেওয়া হচ্ছে কারণ এই খানেই বেশি কৃষকের বাস।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন