Bangla News Dunia, Pallab : বাজারে আসছে ৫০ টাকার নোট ? শোনা যাচ্ছিল এই জল্পনা। এবার এই জল্পনায় ইতি টানল কেন্দ্রীয় সরকার। সাফ জানিয়ে দেওয়া হল যে বাজারে আদৌ আসছে কি না এই ধরনের কয়েন।
দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিল যে ৫০ টাকার কয়েন আনার কোনও পরিকল্পনা রয়েছে কি না। কেন্দ্রীয় সরকার এর জবাবে জানিয়েছে, ৫০ টাকার কয়েন আনার কোনও প্রস্তাবনা বা পরিকল্পনা নেই।
দৃষ্টিহীনদের সুবিধার্থে ৫০ টাকার কয়েন আনার আবেদন করা হয়েছিল হাইকোর্টে। বলা হয়েছিল, বাজারে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও ২০ টাকার কয়েন থাকলেও, ৫০ টাকার কোনও কয়েন নেই। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এর জবাবেই অর্থ মন্ত্রকের তরফে হলফনামায় জানিয়েছে, এমন কোনও পরিকল্পনা নেই। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২০২২ সালের এক সমীক্ষাতেই উঠে এসেছিল যে সাধারণ মানুষ কয়েনের বদলে ব্যাঙ্ক নোটই বেশি পছন্দ করেন। ১০ টাকা, ২০ টাকার কয়েনের বদলে নোট পছন্দ করেন।