Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুণগত মান পরীক্ষায় পাশ করতে না পারা ওষুধ বাজার থেকে সরাতে নেমে পড়ল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। সম্প্রতি দেশজুড়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ওষুধের গুণগত মান পরীক্ষা অভিযান চালিয়েছে। দেখা গিয়েছে, বহুল ব্যবহৃত ৬৩টি ওষুধ গুণগত মানে ফেল করেছে।
প্যারাসিটামল, রক্তচাপ নিয়ন্ত্রণ, বমিভাব কাটানোর মতো একাধিক ওষুধ
ন্যূনতম গণগত মানও উতরাতে পারেনি ওই ওষুধগুলি। এই গুণমান পরীক্ষায় ফেল হওয়া ওষুধের তালিকায় প্যারাসিটামল, রক্তচাপ নিয়ন্ত্রণ, বমিভাব কাটানোর মতো একাধিক ওষুধের নাম রয়েছে, যেগুলি সাধারণ মানুষ প্রতিদিন ব্যবহার করেন। সেই ওষুধ পশ্চিমবঙ্গের দোকানগুলি থেকে অবিলম্বে সরাতে অভিযানে নেমে পড়ল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর নোটিশ জারি করে স্টেট ডিরেক্টোরেট অফ ড্রাগস কন্ট্রোল (DDC)-কে নির্দেশ দিয়েছে, অবিলম্বে ওই সব ওষুধ খুঁজে বের করে বিক্রি বন্ধ করতে হবে।
আরও পড়ুন:- রাজ্য সরকারের NBCFDM সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬টি ব্যাচের ওষুধ গুণগত মান পরীক্ষায় ফেল
শুধু মাত্র জানুয়ারি মাসেই ৬৩টি ওষুধ গুণগত মান পরীক্ষায় পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬টি ব্যাচের ওষুধ গুণগত মান পরীক্ষায় ফেল করেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, সব সরকারি হাসপাতাল, ডিস্ট্রিবিউটার ও ড্রাগ ইন্সস্পেক্টরদের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর রিপোর্ট সার্কুলেট করতে হবে অবিলম্বে। যাতে এই ওষুধগুলির বিক্রি ও ব্যবহার অবিলম্বে বন্ধ হয়। ইতিমধ্যেই সরকারি ওষুধের দোকান ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ওষুধগুলির ব্যবহার বন্ধ করা শুরু হয়ে গিয়েছে।
ওষুধের দোকানগুলিতে নজরদারি চালাতে হবে
ডিডিসি আরও নির্দেশ দিয়েছে, ওষুধের দোকানগুলিতে নজরদারি চালাতে হবে, যাতে এই ওষুধগুলি বিক্রি না হয়। স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের কথায়, ওষুধের দোকানগুলি প্রতিমাসে NSQ ব্যাচ ডিসপ্লে করতে হবে।
আরও পড়ুন:- হঠাৎ আবহাওয়া পরিবর্তনে ঘরে ঘরে সবাই অসুস্থ, কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন
আরও পড়ুন:- ভূতুড়ে ভোটার ধরতে তৃণমূলের দারুন পদক্ষেপ, বিস্তারিত জানুন