বাজার খুলতেই ‘লালবাতি’, জেনে নিন আজ শেয়ারবাজারের কি অবস্থা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে একের পর এক সিদ্ধান্তের খেসারত এবার দিলেন আমেরিকার শেয়ারবাজারে লগ্নিকারীরা। বড়সড় ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে (US Stock Market)। যার ব্যাপক প্রভাব পড়ল ভারতেও। যার নির্যাস, আজ অর্থাত্‍ মঙ্গলবার বাজার খুলতেই Sensex ও Nifty বিশাল পতন হল।

বম্বে স্টক এক্সচেঞ্জ এদিন খুলতেই ৪০০ পয়েন্ট পড়ে যায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১৩০ পয়েন্ট কমে গিয়েছে। এসবের মধ্যেই IndusInd Bank-এর শেয়ার একেবারে তলানিতে। বাজার খুলতেই ১৫ শতাংশ পড়ে গিয়েছে এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ার।

বাজার খুলতেই সেনসেক্স লালে লাল

আজ অর্থাত্‍ মঙ্গলবার ভারতের স্টক মার্কেট খুলতেই BSE Sensex একেবারে ৪০০ পয়েন্ট পড়ে ৭৩ হাজার ৬৭২ অঙ্কে পৌঁছে যায়। NSE Nifty সোমবার বন্ধ হয়েছিল ২২৪৬০.৩০ পয়েন্টে। আজ একেবারে ১৩০ পয়েন্ট পতন হয়ে ২২৩১৪ হয়ে যায়।

আরও পড়ুন:- হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, জানুন কী কথা হল?

১ হাজার ৭১৫টি শেয়ার খুলল রেড জোনে

এদিন শেয়ারবাজার খোলার সঙ্গে সঙ্গেই ৬১৭টি কোম্পানির শেয়ার সবুজ হলেও ১ হাজার ৭১৫টি কোমাপ্নির শেয়ার একেবারে রেড জোনে। ১০৫টি শেয়ারের দাম অপরিবর্তিত। সবচেয়ে বেশি পতন হয়েছে IndusInd Bank, Infosys, Tech Mahindra, TCS, TATA Motors-এর শেয়ার। অন্যদিকে ICICI Bank, Maruti Suzuki, ONGC-র শেয়ার গ্রিন জোনে।

১০টি শেয়ারের অবস্থা একেবারে শোচনীয়

গতকাল মার্কিন বাজারে বড় পতন হয়েছে। উল্লেখ্য, গত ট্রেডিং দিনে মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। ডাও জোন্সের অবস্থা খারাপ বলে মনে হয়েছিল এবং লেনদেনের সময় এটি ১১০০ পয়েন্ট কমে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত সূচকটি ২.০৮% অর্থাৎ ৮৯০ পয়েন্ট কমে ৪১,৯১১.৭১ এ বন্ধ হয়েছিল। ডাও জোন্সের মতো, S&P-500-এরও একই অবস্থা ছিল এবং এটি 155.64 পয়েন্ট বা 2.70% পতনের সাথে বন্ধ হয়েছিল। একই সময়ে, Nasdaq আরও বড় পতন দেখে এবং 4% কমে 17,468.32 এ বন্ধ হয়।

(বিঃদ্রঃ- শেয়ার বাজারে যেকোনো ধরনের বিনিয়োগ করার আগে, অনুগ্রহ করে আপনার বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)

আরও পড়ুন:- আপনার শিশুও কি পট্যাটো চিপসের ভক্ত? অবশ্য়ই জেনে রাখুন এই জিনিস

আরও পড়ুন:- হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পাতে রাখুন এই ফলগুলি

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন