বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে কার্ফিউ জারি, ‘বিদেশি শত্রু’দের থেকে মুক্তির প্রতিশ্রুতি ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে টানা পঞ্চমদিন বিক্ষোভ অব্যাহত লস অ্যাঞ্জেলেসে (Los Angeles Protest)। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি কার্ফিউ (Curfew) জারি করেছেন মেয়র কারেন বাস। বিক্ষোভ দমনে ট্রাম্প আগেই রাস্তায় প্রায় দু’হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তাতে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। আর তারই জবাবে এবার লস অ্যাঞ্জেলেসকে বিদেশি শত্রুদের (Foreign enemy) আক্রমণ থেকে মুক্ত করেই ছাড়বেন বলে প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)।

আরও পড়ুন:- আম আর দুধ একসঙ্গে খেলে শরীরের জন্য ক্ষতিকর? রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ

ক্যালিফোর্নিয়ার প্রশাসনের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার শতশত মার্কিন মেরিন সেনা লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে। সেনা মোতায়েনের পদক্ষেপের বিরোধিতা করা হলেও ট্রাম্প কেন নিজের সিদ্ধান্তে অনড় সেই কারণও জানিয়েছেন তিনি। উত্তর ক্যারোলিনায় অবস্থিত সেনাঘাঁটিতে দাঁড়িয়ে সেনাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কেবল আক্রমণ এবং তৃতীয় বিশ্বের অনাচারের দ্বারা আমাদের দেশ ধ্বংস হতে দেখার জন্য দূরবর্তী উপকূলে গিয়ে আমাদের সেনারা রক্ত ঝরাননি।’ তিনি আরও বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় যা হচ্ছে, তা হল শান্তি, জনশৃঙ্খলা এবং জাতীয় সার্বভৌমত্বের উপর একটি পূর্ণাঙ্গ আক্রমণ। যা বিদেশি পতাকা বহনকারী দাঙ্গাবাজদের দ্বারা পরিচালিত হচ্ছে।’ এরপরই ট্রাম্প প্রতিশ্রুতি দেন, তাঁর প্রশাসন এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করবে।

আরও পড়ুন:- গাছপাকা নাকি কার্বাইড- ফরমালিন মেশানো? খাঁটি আম চেনার এই টিপস জানা থাকলে আর ঠকবেন না

এদিকে, গত শুক্রবার থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি লস অ্যাঞ্জেলেসে। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘাত চলছে বিক্ষোভকারীদের। বিক্ষোভ ঠেকাতে রাবার বুলেট, ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করছে পুলিশ। প্রতিবাদীরা অনেকে আবার পালটা পুলিশের ব্যারিকেডও ভেঙে দিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যরাও। এমনকি বিক্ষোভের মাঝেই চলছে লুঠপাট। তাই পরিস্থিতি পর্যালোচনা করে লস অ্যাঞ্জেলেসে কার্ফিউ জারির কথা ঘোষণা করেছেন মেয়র কারেন বাস। স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্পর্শকাতর এলাকায় কার্যকর থাকবে কার্ফিউ।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছেন ক্যালিফোর্নিয়ার নেতারা। সেখানকার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম দাবি করেছেন, তাঁর সঙ্গে আলোচনা না করেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই মামলা আদালত অবধি গড়ালেও কোনও ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের। তাঁর দাবি, বাসিন্দাদের রক্ষার পাশাপাশি গণতন্ত্রকে রক্ষার জন্য সেনা মোতায়েন জরুরি। নাহলে ধ্বংস হয়ে যেত লস অ্যাঞ্জেলেস।

আরও পড়ুন:- কেন্দ্রীয় সরকারে প্রায় ১৫ হাজার শূন্যপদে নিয়োগ, এখনই আবেদন করুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন